• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

হাওসটনে সাকিব-শান্তদের অনুশীলন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ মে ২০২৪, ১৩:৫৯
বাংলাদেশ
ছবি- বিসিবি

হাওসটনে প্রথমদিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

শনিবার (১৮ মে) যুক্তরাষ্ট্রে পৌঁছে বিশ্রাম নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন ক্রিকেটাররা। প্রথম দিনে মাঠের অনুশীলন না করলেও জিমে ঘাম ঝরিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এদিন জিমে দীর্ঘসময় ওয়েট ট্রেনিং করেন শান্ত-সৌম্যরা।

এদিকে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে টিম কম্বিনেশন ঠিক করে নিতে চাইবে টাইগাররা। ২১, ২৩ ও ২৫ মে হবে তিনটি টি-টোয়েন্টি।

অন্যদিকে আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর মাঠে গড়াচ্ছে। ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে ৮ জুন। যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে শান্তর দল।

১০ জুন দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে টাইগাররা। পরবর্তীতে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবকে দেশে আসতে নিষেধ করার কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা
সাকিবকে দেশে ফিরতে সরকার নিষেধ করেনি: রিজওয়ানা হাসান
কোথায় যাব জানি না, তবে দেশে ফিরছি না: সাকিব
মিরপুর টেস্ট খেলতে দেশে আসবেন না সাকিব: ক্রীড়া উপদেষ্টা