দল নিয়ে মন্তব্যে নারাজ টাইগারদের সাবেক কোচ
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের টেকনিক্যাল কনসালটেন্টের দায়িত্ব পালন করেছিলেন শ্রীধরণ শ্রীরাম। মূলত টাইগারদের পাওয়ার হিটিং নিয়ে কাজ করতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। বিশ্বকাপের পর তৎকালীন কোচ রাসেল ডোমিঙ্গোকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে সরিয়ে তাকে কোচের পদে বসানো হয়।
কিন্তু বিশ্বকাপে টাইগারদের ভরাডুবি হওয়ার কারণে সফরটা লম্বা হয়নি তার। চন্ডিকা হাথুরুসিংহে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর টেকনিক্যাল কনসালটেন্টের দায়িত্ব ছেড়ে দেন শ্রীরাম। তবে ভারতে ওয়ানডে বিশ্বকাপের আগে ফের তাকে টেকনিক্যাল কনসালটেন্টের দায়িত্বভার বুঝিয়ে দেয় বিসিবি। বিশ্বকাপ পর্যন্তই তার সঙ্গে চুক্তিতে রেখেছিল বিসিবি।
এদিকে চলতি আইপিএলে লখনৌ সুপার জায়ন্টসের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন শ্রীরাম। ব্যস্ততার মাঝেও টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের শুভকামনা জানাতে ভুলেননি তিনি।
তাসকিন-শান্তদের সাবেক এই কোচের ভাষ্য, ‘আমি কোনো মন্তব্য করতে চাই না। এটা খুবই ক্লান্তির ছিল। বাংলাদেশ দলের জন্য সবসময়ের জন্য শুভকামনা থাকবে।’
অন্যদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও আলাদাভাবে কোনো পাওয়ার হিটিং পরামর্শক নিয়োগ দেয়নি বাংলাদেশ। ব্যাটিং কোচ ডেভিড হেম্পই টাইগারদের ব্যাটিং লাইন-আপের দেখভাল করবেন।
এদিকে বিশ্বমঞ্চে মাঠে নামার আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। মঙ্গলবার (২১ মে) মাঠে গড়াচ্ছে এই সিরিজের প্রথম ম্যাচ। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের পরের ম্যাচ দুটিও একই সময়ে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর মাঠে গড়াচ্ছে। ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে ৮ জুন। যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে শান্তর দল।
১০ জুন দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে টাইগাররা। পরবর্তীতে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
মন্তব্য করুন