• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

ব্যাটারদের স্ট্রাইকরেট বাড়াতে ভালো উইকেটের আবদার শান্তর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ মে ২০২৪, ১৬:৪০
বাংলাদেশ
ছবি- বিসিবি

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশির ব্যাটারদের স্ট্রাইকরেট বরাবরই প্রশ্নবিদ্ধ হয়। আসন্ন বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারের বেশিরভাগের স্ট্রাইকরেট ১০০-১২০ এর চক্করে। শুধু মাত্র তাওহীদ হৃদয়ের স্ট্রাইকরেট ১৩০ এর উপরে।

দলের এমন বাজে ব্যাটিংয়ের জন্য দেশের ধীরগতির উইকেটকে দায়ী করছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, ভালো উইকেটে খেলতে থাকলে উন্নতি আসবে ব্যাটিংয়ে।

সম্প্রতি সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে শান্ত বলেন, প্রথমত আমাদের ভালো উইকেটে খেলতে হবে। অনেকেই এটাকে অজুহাত হিসেবে দেখতে পারেন। তবে এটাই বাস্তবতা, যে আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলি।

তবে ছয় মাসেই সব কিছু বদলে ফেলা সম্ভব নয় বলে জানিয়েছেন শান্ত। তিনি বলেন, ছয় মাসের মধ্যে সবকিছু বদলে ফেলা কঠিন। আমরা যদি ভালো উইকেটে এক-দুই বছর খেলতে থাকি, তাহলে স্ট্রাইক রেটের উন্নতি হবে।’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। এই সিরিজেও ব্যাটিং ব্যর্থতার জন্য উইকেটকে দায়ী করছেন শান্ত।

বিশ্বকাপের মূল পর্বের আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আজ (মঙ্গলবার) প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।দ্বিতীয়টি ১ জুন ভারতের বিপক্ষে ।

আগামী ৮ জুন মূল পর্বে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায়।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সপ্তম উইকেটে নেমে অশ্বিনের দুর্দান্ত সেঞ্চুরি
বাংলাদেশকে হতাশার সাগরে ডুবিয়ে প্রথম দিন শেষ করল ভারত
সাকিবকে নিয়ে যা বললেন ধারাভাষ্যকার তামিম ইকবাল
জয়সাওয়ালের পর রাহুলের বিদায়, ব্যাটিং বিপর্যয়ে ভারত