• ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
logo

এইচপির জন্য নতুন কোচ নিয়োগ দিলো বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ মে ২০২৪, ১৫:২২
বাংলাদেশ
ছবি- বিসিবি

কয়েক দিন আগেই হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু ডেভিড হেম্পকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়ায় এইচপির প্রধান কোচের পদ শূন্য হয়ে পড়ে।

তাই ডেভিড হেম্পের শূন্যতা পূরণে নতুন কোচের খোঁজে নেমেছিল বিসিবি। অবশেষে সেই পদের জন্য নতুন কোচ নিয়োগ দিয়েছে বিসিবি।

আগ্রহী প্রার্থীদের মধ্য থেকে দু’জনকে সংক্ষিপ্ত তালিকায় রাখেন হেড অব প্রোগ্রাম ডেভিড মুর। জিম্বাবুয়ের ডিওন ইব্রাহিমের সঙ্গে লড়াই করেছেন অস্ট্রেলিয়ার নাথান মিচেল। আন্তর্জাতিক ক্যারিয়ার বিবেচনায় শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার নাথানকেই বেছে নিয়েছে বিসিবি।

বিসিবি এইচপির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়ের কাছে জানতে চাওয়া হলে নাথানের প্রধান কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

৪২ বছর বয়সী সাবেক এই অজি স্পিনার ১৭ টেস্টে ৬৩টি উইকেট শিকার করেন। ৫৮টি ওয়ানডে ম্যাচ খেলে পেয়েছেন ৬৩ উইকেট। তিন ম্যাচ টি-টোয়েন্টি ক্যারিয়ারে দুই উইকেট শিকার তার। নাথান অস্ট্রেলিয়ায় স্কুল ক্রিকেট নিয়ে কাজ করেন। ২০২৩ সালে আয়ারল্যান্ড জাতীয় দলের স্পিন কোচ ছিলেন।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
বেক্সিমকো দেখভালে রিসিভার নিয়োগের লিখিত আদেশ প্রকাশ
অনুশীলনের পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় হতাশ কোচ মারুফুল হক
বিসিবির পরিকল্পনায় নেই সালমা ও রুমানা, যা বললেন প্রধান নির্বাচক