ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ফের প্রশ্নবিদ্ধ আল-আমিনের বোলিং

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭ , ০৮:০৩ পিএম


loading/img

২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন পেসার আল-আমিন হোসেনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। পরে দুই দফা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ফের খেলার টিকিট পান বাংলাদেশের এ ডানহাতি পেসার।

বিজ্ঞাপন

আবার প্রশ্নবিদ্ধ হলো তার বোলিং অ্যাকশন। চলমান বিপিএলে এই গতিতারকার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন আম্পায়াররা।

গেলো মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইটানসের মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। খুলনার ব্যাটিংয়ের সময় ইনিংসের ১৫তম ওভারটি করছিলেন আল-আমিন। ওই ওভারেই তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। ম্যাচ শেষে অভিযোগ আনেন তারা।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘ওই ম্যাচে দায়িত্বরত আম্পায়াররা আল-আমিনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ করেছেন।

এরই মধ্যে তাকে রিপোর্ট করতে বলা হয়েছে। আগামী ১৪ দিনের মধ্যে রিপোর্ট করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।’

তবে এই ১৪ দিন বল করতে পারবেন আল-আমিন। তাই কুমিল্লার ভয় পাওয়ার কিছু নেই। এই সময়ের মধ্যেই বিপিএল শেষ হয়ে যাবে। এখন পর্যন্ত এবারের আসরে ৯ ম্যাচ খেলে শিকার করেছেন ৭ উইকেট।

বিজ্ঞাপন

ডিএইচ/এএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |