ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কৃষ্ণাকে একহাত নিলো বাফুফে, শোকজের ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০১ জুন ২০২৪ , ১২:১৪ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ইনজুরির কারণে প্রায় দেড় বছর ধরে জাতীয় দলের বাইরে বাংলাদেশ নারী ফুটবল দলের ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় চাইনিজ তাইপের বিপক্ষে দুই ম্যাচের স্কোয়াডেও জায়গা হয়নি তার। এরপরই বাফুফের বিরুদ্ধে আঙুল তুলেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক স্ট্যাটাসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিরুদ্ধে উন্নত চিকিৎসা না করানোর অভিযোগ আনেন সাফজয়ী এই ফুটবলার। 

এবার এর পরিপ্রেক্ষিতে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তিনি। চুক্তিবদ্ধ ফুটবলারের এমন কাণ্ডকে ভালো চোখে দেখছে না বাফুফে। এজন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেবে ফেডারেশন। বাফুফের উইমেনস উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

কিরণ বলেন, ‘সে চুক্তিবদ্ধ খেলোয়াড়। এমন স্ট্যাটাস দিয়ে শৃঙ্খলাভঙ্গ করেছে। অবশ্যই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। কেউ চোটে পড়লে তাকে ক্যাম্পে রাখার কথা না। আমরা তাকে রেখেছি। তাকে ৫০ হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে। কী করে, এতটা অকৃতজ্ঞ হতে পারে। বাংলাদেশে আমরা তার যথাযথ চিকিৎসা করিয়েছি।’

তিনি যোগ করেন, ‘চিকিৎসায় কত টাকা লাগতে পারে, আমরা তো জানি না। বলা হয়েছিল, কী লাগে না লাগে জানাও। এরপর এমন স্ট্যাটাস সে কীভাবে দিতে পারলো?’

প্রায় দেড় বছর ধরে চোটে ভুগছেন সাফজয়ী কৃষ্ণা। বিসিবির ফিজিও দেবাশীষ চৌধুরীকেও দেখিয়েছিলেন। এ প্রসঙ্গে বাফুফের নারী উইংয়ের প্রধান বলেন, ‘মাঝখানে আমার সঙ্গে কথা হয়েছিল। আমাকে বলেছিল বাবাকে নিয়ে ইন্ডিয়ায় যাব। আমার ভিসার ব্যবস্থা করে দেন। আমি ব্যবস্থা নিতে বলেছিলাম। তারপর সে নিজেই যাওয়ার প্রক্রিয়া বন্ধ করেছে। এখন যদি বলে অস্ট্রেলিয়া পাঠাতে হবে, দেবাশীষ বলেছে তাই, সেটা তো সম্ভব না। ইন্ডিয়ায় যাওয়ার কথা তাকে তো বলাই হয়েছে। বাফুফের ক্যাম্পে মেয়েদের চিকিৎসার ভার আমরাই বহন করি।’

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |