• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

ছবির গল্পে রিয়ালের চ্যাম্পিয়নস লিগ জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ জুন ২০২৪, ১০:৫৪
বাংলাদেশ
ছবি- সংগৃহীত

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের ১৫তম বার ইউরোপসেরা রিয়াল মাদ্রিদ। শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের দিনে স্প্যানিশ জায়ান্টদের হয়ে গোল করেন দানি কারভাহাল ও ভিনিসিয়ুস জুনিয়র। ছবির গল্পে আসুন দেখে নিই, রিয়ালের শিরোপা উল্লাস।

ফাইনালে জয়ের পর রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে বাতাসে নিক্ষেপ করে শিরোপা উল্লাস। ছবি : এএফপি

ফাইনালে জয়ের পর রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে বাতাসে নিক্ষেপ করে শিরোপা উল্লাস। ছবি : এএফপি

শিরোপা উদযাপনে ট্রফির সঙ্গে পোজ দিচ্ছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ডিফেন্ডার ফেরল্যান্ড মেন্ডি, অরেলিয়ান চৌমেনি এবং মিডফিল্ডার এডুয়ার্ডো কামাভিঙ্গা। ছবি : এএফপি

শিরোপা উদযাপনে ট্রফির সঙ্গে পোজ দিচ্ছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ডিফেন্ডার ফেরল্যান্ড মেন্ডি, অরেলিয়ান চৌমেনি এবং মিডফিল্ডার এডুয়ার্ডো কামাভিঙ্গা। ছবি : এএফপি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি তুলে উদযাপন। ছবি : এএফপি

ফাইনাল শুরুর আগে ট্রফি রাখেন রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদান। ছবি : এএফপি

শিরোপা উদযাপনে রিয়ালের খেলোয়াড়েরা ছবি : উয়েফা

ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার নিয়ে উদযাপন স্প্যানিশ ডিফেন্ডার দানি কারভাহালের। ছবি : এএফপি


রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন দানি কারভাহাল। ফাইনাল সেরাও তিনি। ছবি : উয়েফা চ্যাম্পিয়নস লিগ এক্স

রিয়ালের হয়ে ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর ট্রফি হাতে লুকা মদ্রিচের উল্লাস। ছবি : উয়েফা

রিয়ালের হয়ে টনি ক্রুজ এবং ডর্টমুন্ডের হয়ে মার্কো রয়েস নিজেদের শেষ ম্যাচ খেলেছেন। ফাইনালের পর একসঙ্গে দু’জন। ছবি : উয়েফা

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেভিয়াকে হারিয়ে বার্সাকে টপকে দুইয়ে রিয়াল
খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো, প্রতিপক্ষ রংপুর 
চট্টগ্রামকে কাঁদিয়ে সেমিফাইনালে খুলনা
নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত