• ঢাকা বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১
logo

গ্রুপ ‘এ’ : ভারত-পাকিস্তানেই চোখ, নেই অঘটনের শঙ্কা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ জুন ২০২৪, ১২:৩২
ভারত-পাকিস্তান
ছবি- সংগৃহীত

‘এ’ গ্রুপটার দিকে একটু নজর দিন। ভারত-পাকিস্তানের সঙ্গে কানাডা ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। আর আইরিশদের বলা হচ্ছে এই গ্রুপের জায়ান্ট কিলার।

পাঁচ দলের মধ্যে পরের রাউন্ড নিশ্চিতে নিঃসন্দেহে এগিয়ে ভারত আর পাকিস্তান। ৯ জুনের যে ম্যাচকে ঘিরে যুক্তরাষ্ট্রে চলছে টান টান ক্রিকেটীয় উত্তেজনা। এরই মধ্যে নাকি নিউইয়র্কে এই ম্যাচের টিকিটের জন্য লেগে গেছে হাহাকার।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার তারেক আজিজ খানের দাবি, পাকিস্তান-ভারত হট ফেবারিট। এই দুই দলেরই সম্ভাবনা বেশি, পরিবর্তী রাউন্ডে যাওয়ার। কিন্তু বাকি যে দলগুলো আছে, তারা তাদের জায়গা থেকে তাদের সেরাটা চেষ্টা করবে।

সাবেক ক্রিকেটার এহসানুল হক সেজানের মন্তব্য, আনপ্রেডিক্টেবল কিছুই হবে না। ভারত-পাকিস্তান আমার কাছে মনে হয়, বর্তমানে টপ এবং তারাই পরের রাউন্ডে যাবে।

এই গ্রুপে আইরিশদের ভাবা হচ্ছে জায়ান্ট কিলার। অঘটন ঘটানোর সক্ষমতা থাকলেও সেটা বড় কঠিন এই দলটার জন্য।

এহসানুল হক সেজানের ভাষ্য, দ্বিতীয় রাউন্ডে যেতে তাদেরকে অবশ্যই ভারত-পাকিস্তানকে হারাতে হবে। আমার কাছে মন হয় না, অতটা সক্ষমতা তাদের আছে।

আজিজ খান জানালেন, পাকিস্তান বা ভারতের সঙ্গে আইরিশদের দেখা খুবই কম হয়। যে কারণে একটা অনভ্যস্ততার বিষয় থাকে। তাই অপরিচ্ছন্ন ধারণার একটা বিষয় থাকে।

কানাডা ও যুক্তরাষ্ট্রকে নিয়ে বড় কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই দর্শকদের। তারপরও তো বলা যায় না, খেলাটা তো ১২০ বলের ক্রিকেট।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানিদের চাচাতো-মামাতো ভাই-বোনে বিয়ে কমছে
ভারতে পালানোর সময় আটক জামাই-শ্বশুর
নারী বিশ্বকাপের সেরা একাদশে এক বাংলাদেশি
শেষ মুহূর্তের গোলে হার এড়াল বাংলাদেশ