• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

পৌনে ৫ ঘণ্টার লড়াই জিতে শেষ আটে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ জুন ২০২৪, ১৩:০৭
জোকোভিচ
ছবি- সংগৃহীত

ফ্রেঞ্চ ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ। ফ্রান্সের ফিলিপ-চ্যাট্রিয়ারে পুরুষ এককের চতুর্থ রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার ফ্রান্সিস্কো সেরুন্দলোকে ৩-২ সেটে হারিয়েছেন ২৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী সার্বিয়ান এই মহাতারকা।

চতুর্থ রাউন্ডে অনায়াসেই প্রথম সেট জিতে নেন তিনি। তবে এরপরই খেই হারিয়ে ফেলেন তিনি। একে একে টানা দুই সেটে হেরে বসেন তিনি। এরপর চতুর্থ সেটেও হারের কাছাকাছি চলে গিয়েছিলেন।

সেরুন্দলো যখন চতুর্থ সেট জয় থেকে মাত্র ৬ পয়েন্ট দূরে তখনই ম্যাজিক দেখান জোকোভিচ। শেষ পর্যন্ত প্রতিপক্ষের সব বাধা টপকে ৪ ঘণ্টা ৩৯ মিনিটের ম্যাচটি ৬-১, ৫-৭, ৩-৬, ৭-৫, ৬-৩ ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটেন র‍্যাঙ্কিংয়ের এক নম্বর এই তারকা।

এ নিয়ে রেকর্ড ৫৯তম বারের মতো কোয়ার্টার-ফাইনালে উঠলেন টেনিসের ইতিহাসে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী জোকোভিচ। ক্লে কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামে আগেও তিনবার চ্যাম্পিয়ন খেতাব জিতেছেন তিনি।

এদিকে, নারী এককের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ইংল্যান্ডের আরিনা সাবালেঙ্কা। চতুর্থ, রাউন্ডের ম্যাচে যুক্তরাষ্ট্রের এমা নাভারোকে সরাসরি সেটে হারান তিনি।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলকারাজকে কাঁদিয়ে অলিম্পিকে প্রথম ‘স্বর্ণ’ জয় জোকোভিচের
নাদালকে বিদায় করে মধুর প্রতিশোধ জোকোভিচের
মুসেত্তিকে উড়িয়ে ফাইনালে জোকোভিচ
অঘটনের শিকার হয়ে বিদায় আরিনা সাবালেঙ্কার