• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

বিশ্বকাপের মধ্যেই পাকিস্তান শিবিরে বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২৪, ১০:২৩
পাকিস্তান
ছবি- সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও মাঠে নামেনি পাকিস্তান। তবে এর আগেই বড় ধাক্কা খেয়েছে বাবর আজমের দল। নিজেদের প্রথম ম্যাচে তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের সার্ভিস পাচ্ছে না বিশ্বমঞ্চে অন্যতম ফেবারিট দলটি। সাইড স্ট্রেনের চোটে ভুগছেন ইমাদ। অধিনায়ক বাবর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্বকাপকে সামনে রেখে অবসর ভেঙে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছিলেন ইমাদ। এরপর তাকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করেছিল গত আসরের রানার্স-আপরা।

স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দ্য ম্যান ইন গ্রিনরা। বৃহস্পতিবার (৬ জুন) বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

তবে প্রথম ম্যাচে না পেলেও পরের ম্যাচগুলোতে তাকে পেতে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। এ প্রসঙ্গে বাবর বলেন, ‘ইমাদ ওয়াসিম সাইড স্ট্রেনের চোটে ভুগছেন। আমরা তাকে প্রথম ম্যাচে পাচ্ছি না। যদিও পরের ম্যাচগুলোতে তাকে পাওয়া নিয়ে কোনো শঙ্কা নেই।’

উল্লেখ্য, নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ৯ জুন পাকিস্তানের প্রতিপক্ষ ভারত। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে বাবরদের প্রতিপক্ষ কানাডা ও আয়ারল্যান্ড।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যানসারের মধ্যেই দুঃসংবাদ দিয়ে সাহায্য চাইলেন হিনা
বঙ্গোপসাগরে লঘুচাপ ঘণীভূত হওয়ার শঙ্কা, দুঃসংবাদ আবহাওয়া অফিসের
মেসির জার্সিতে গোল করে যা বললেন দিবালা
মেসিকে ছাড়াই চিলিকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা