ঢাকারোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

‘অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ জুন ২০২৪ , ০৮:৫৭ এএম


loading/img
ছবি- সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে যেসব স্টেডিয়ামে খেলা হচ্ছে, তার অধিকাংশই সাম্প্রতিক সময়ে বানানো হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্টেডিয়াম তিনটি। এসব মাঠে ড্রপ ইন পিচ ব্যবহার করা হয়েছে। অন্যদিকে আউট ফিল্ডের অবস্থাও বেশ বাজে। সবমিলিয়ে এসব উইকেটে রীতিমত সংগ্রাম করছেন বাংলাদেশের ব্যাটাররা।

বিজ্ঞাপন

তবে উইকেটের বিষয়টি বাইরে রেখে বিশ্বমঞ্চে নিজেদের সেরাটাই দিতে চান টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। উইকেটের অজুহাত দিতে চান না তিনি।

বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শান্তর ভাষ্য, ‘আসলে আমরা খেলাটা যখন শুরু করব, তখন বুঝতে পারব কত রানের উইকেট বা কত রান আমরা ডিফেন্ড করতে পারব, এটা (আগে থেকে) বলা মুশকিল। সব মিলিয়ে আমার কাছে মনে হয় নতুন বলে ব্যাটিং করাটা চ্যালেঞ্জিং প্রত্যেকটা দলের জন্য। তবে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই।’

বিজ্ঞাপন

তিনি যোগ করেন, ‘আমার মনে হয় সবাই ভালো অবস্থানে আছে (মানসিকভাবে)। প্র্যাকটিসে বা কীভাবে খেলতে চায় ম্যাচটা এগুলো নিয়ে মানসিকভাবে সবাই ভালো অবস্থানে আছে এটা বলতে পারি। কালকে বিশ্বকাপের প্রথম ম্যাচ। এটা সত্য সবাই একটু হলেও নার্ভাস থাকবে। আমরা কীভাবে এটা হ্যান্ডেল করছি এটা খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে এখানে অনেক অভিজ্ঞ প্লেয়ার আছে যাদের আগের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা কাজে লাগবে বলে আশাকরি।’

নিজেদের লক্ষ্য নিয়ে টপ-অর্ডার এই ব্যাটারের মন্তব্য, ‘এই কন্ডিশনে কীভাবে আমরা একটি ভালো শুরু পেতে পারি এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা ব্যাটিং করি। যদি বোলিং করি বোলারদের লক্ষ্য থাকবে আমরা কীভাবে দ্রুত উইকেট নিতে পারছি। কালকে যখন খেলাটা শুরু হবে এগুলো দ্রুত মানিয়ে নিতে হবে। আমার মনে হয় না এই উইকেটটা দিয়ে চিন্তার কোনো কারণ আছে। যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য কাজে লাগানো খুব গুরুত্বপূর্ণ।’

শান্ত বলেন, ‘অনুশীলন দেখে বা নেটে ব্যাটিং করেছি সবাই তাতে মনে হয়েছে আগের থেকে ভালো অবস্থায় আছে। আমরা কেউই জানি না কে ভালো খেলবে, কে খারাপ খেলবে। নতুন দিনটায় আমার মনে হয় যে থিতু হবে, ভালো শুরু করবে, তার খুব বড় দায়িত্ব খেলাটা কীভাবে শেষ করছে। আশা করছি যেভাবে আমাদের ব্যাটাররা প্রস্তুতি নিয়েছে ওইটা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে ভালো ম্যাচ হবে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |