পাকিস্তানের সামনে কঠিন সমীকরণ
অঘটনকে সঙ্গী করেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু হয়েছিল পাকিস্তানের। এরপর ভারতের সঙ্গে হারের পর দেয়ালে পিঠ ঠেকে যায় বাবর আজমদের। এমনকি বিশ্বমঞ্চ থেকে ছিটকে যাওয়ার শঙ্কাও জাগে। তবে কানাডাকে বড় ব্যবধানে হারিয়ে শেষ আটের আশা জিইয়ে রেখেছে দ্য ম্যান ইন গ্রিনরা।
মঙ্গলবার (১১ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে পাকিস্তানকে ১০৭ রানের সহজ লক্ষ্য দেয় কানাডা। জবাব দিতে নেমে ৭ উইকেট এবং বল ১৫ হাতে থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে পাকিস্তান।
মূলত রোহিত-কোহলিদের বিপক্ষে হারের পরই সমীকরণ কঠিন হয়ে গিয়েছিল পাকিস্তানের। তবে কানাডিয়ানদের সঙ্গে জয়ের পর সেই আশা এখনও টিকে আছে। অন্যদিকে সুপার এইটের দৌড় থেকে ছিটকে গেছে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলতে আসা কানাডা।
এদিকে মূল লড়াইটা এখন পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার। বুধবার (১২ জুন) রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বিশ্বকাপের সহ-আয়োজকরা। এই ম্যাচের জয়ী দল সরাসরি সুপার এইট নিশ্চিত করবে। তবে হারলেও সম্ভাবনা থাকবে।
অন্যদিকে পাকিস্তানের সুপার এইট নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপরই। বিশ্বকাপের সহ-আয়োজকরা দুই ম্যাচে হারলেই সুপার এইটে উঠার সুযোগ থাকছে বাবর আজমের দলের। আর পাকিস্তানকেও নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিততেই হবে। পাশাপাশি নেট রানরেটেও এগিয়ে থাকতে হবে।
তবে যুক্তরাষ্ট্র আজও অঘটন ঘটিয়ে দিলে ভারত ও পাকিস্তানের মধ্যেই হবে সুপার এইটের লড়াই। তবে নিজেদের শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই সুপার এইটে পৌঁছে যাবে ভারত। আর ম্যান ইন ব্লুরা হেরে গেলে পাকিস্তানের সুবিধা হবে। এক্ষেত্রে আইরিশদের হারানোর পাশাপাশি নেট রানরেটে এগিয়ে থেকে সুপার এইটে যেতে পারবে পাকিস্তান।
মন্তব্য করুন