• ঢাকা বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১
logo

দুঃসময়ে তামিমকে পাশে পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ জুন ২০২৪, ১৪:০১
বাংলাদেশ
ছবি- সংগৃহীত

পুরো ক্যারিয়ারজুড়ে ব্যাট হাতে অনেক বারই খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন সাকিব আল হাসান। তবে বল হাতে দাপট দেখিয়ে তা পুষিয়ে দিয়েছেন এই টাইগার অলরাউন্ডার। তবে চলমান বিশ্বকাপে দুই বিভাগেই ব্যর্থ সাকিব। তবে নিজের খারাপ সময়ে পাশে পেয়েছেন বন্ধু তামিম ইকবালকে।

ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, আসলে আমার পরামর্শের চেয়েও বেশি (যা জরুরি) যে, সে (সাকিব) নিজের ক্যারিয়ারে এসব অনেক দেখেছে আগে। তার অনেক অভিজ্ঞতা আছে এবং আমি নিশ্চিত সে ভালো করবে। সে অনেক অনেক বড় প্লেয়ার বাংলাদেশের, সে অনেক ভালো কিছু করেছে।

‘তার ব্যক্তিগত অনেক অর্জন আছে। গত এক বছরে সে হয়তো অত বেশি রান করেনি। তবে আমার পূর্ণ বিশ্বাস আছে, সে এখান থেকে বেরিয়ে আসার পথ বের করে ব্যাট এবং বল হাতে দলের জন্য অবদান রাখতে পারবে।’

সাকিবের এমন পারফরম্যান্সের জন্য দায়ী করা হচ্ছে চোখের সমস্যাকে। কারণ, গত বিপিএল থেকে একই সমস্যায় ভুগেছেন তিনি। তাই সবার ধারণা সেই সমস্যা এখনও পুরোপুরি ঠিক হয়নি।

তবে সাকিবের উপর বিশ্বাস রেখেছে কোচ ও অধিনায়ক। তাকে নিয়েই রাতে ডাচদের বিপক্ষে মাঠে নামবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাহিদের হাত ধরেই ইউরোপে প্রথম বাংলাদেশি রেস্টুরেন্ট 
যে কারণে বাংলাদেশের বেশিরভাগ মানুষের জন্ম ১ জানুয়ারি
আজকে স্বর্ণের দাম (১ জানুয়ারি)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১ জানুয়ারি)