টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
সুপার এইট নিশ্চিত যে ৪ দলের
গত ২ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠেছে। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের ২৬টি ম্যাচ। সেই সঙ্গে জমে উঠেছে সুপার এইট নিশ্চিত করার লড়াই। তবে ইতোমধ্যে সুপার এইটের টিকিট পেয়েছে চার দল।
বাংলাদেশকে হারিয়ে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। নামিবিয়াকে উড়িয়ে দিয়ে অজিরাও পেয়ে গেছে সেই টিকিট। গতকাল যুক্তরাষ্ট্রকে হারিয়ে তৃতীয় দল হিসেবে সুপার এইটে সুযোগ পেয়েছে ভারত।
সবশেষ এবং চতুর্থ দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার (১৩ জুন) নিউজিল্যান্ডকে ১৩ রানে হারিয়েছে ক্যারিবিয়ানরা। তাতেই সুপার এইটের টিকিট পেয়েছে স্বাগতিকরা।
এদিকে সবার আগে বিদায় নিশ্চিত হয়েছে নামিবিয়া এবং ওমানের। কোনো গাণিতিক জটিলতা তাদের সুপার এইটে পৌঁছাতে দিচ্ছে না। আবার সেই সমীকরণের আশায় টিকে আছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা।
এদের মধ্যে আজ বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ম্যাচে যেকোন ফলাফল এলেই বিদায় হবে লঙ্কানদের। বাংলাদেশ আবার আজই সুপার এইটে এক পা দিয়ে রাখতে পারে। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলেই চলবে তাদের।
বিশ্বকাপের ম্যাচে আবার ম্যাচ গড়াপেটার সম্ভাবনাও দেখা দিয়েছে। সবমিলিয়ে ২৬ ম্যাচ শেষে জমে উঠেছে সুপার এইটের লড়াই।
মন্তব্য করুন