• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাকিবের হয়ে সমালোচনার জবাবে যা বললেন ইমরুল কায়েস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২৪, ০৪:৫৪
সাকিব, ইমরুল
ছবি: সংগৃহীত

বিপিএলের সর্বশেষ আসর থেকেই শুরু হয় সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা। সাকিবের ব্যাটে রান নেই বিশ্বকাপে গিয়েও প্রথম দুই ম্যাচে রান করতে পারছিলেন না সেরা এই অলরাউন্ডার ব্যাটে না পারলেও ভক্তরা আশা করছিলেন, বোলিং করে অন্তত পুষিয়ে দিতে পারবেন তিনি সেটিও হলো না বোলিংয়ের ধারও দেখাতে পারেননি সাকিব যে কারণে চারদিকে জুড়ে শুরু হয় সমালোচনা

এদিকে আইসিসিও সাকিবকে জানিয়ে দেয়, তিনি আর সেরা অলরাউন্ডার নেই পাঁচ ধাপ অবনতি হয়েছে তার তার মুকুট কেড়ে নিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদদ নবি

এসব সমালোচনার জবাব বৃহস্পতিবার এক ম্যাচেই দেন সাকিব ৪৬ বলে হার না মানা ৬৪ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার বাউন্ডারি হাঁকানো সাকিবের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে একটি চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হবার আগেই কি সাকিবের হয়ে সমালোচনার জবাব দিয়ে দিলেন দীর্ঘদিন বাংলাদেশ দলে জায়গা না পাওয়া ক্রিকেটার ইমরুল কায়েস! সাকিবের ফিফটি হাঁকানোর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্ট করেন কায়েস

পোস্টে কায়েস লেখেন, এজন্যই তিনি সাকিব আল হাসান তিনি জানেন, কিভাবে সমালোচনা বন্ধ করতে হয়

সাকিবের সঙ্গে দীর্ঘদিন জাতীয় দলের জার্সিতে খেলেছেন কায়েস সেজন্যই তিনি জানেন, সাকিবের সামর্থ্য আসলে কতটুকু সময় তো সর্বদা অনুকূলে থাকে না আবার সাকিবের ছন্দে ফিরতেও বেশি সময় লাগে না, সেটিও অজানা নয় ইমরুলের এজন্যই হয়তো সাকিবের সমর্থনে মন্তব্য করেন তিনি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিট পেতে আর যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার
৮ ক্রিকেটারসহ ৯ জন নিষিদ্ধ
যেসব ‘অপরাধে’ নিষিদ্ধ হলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী
জাতীয় দলে কবে খেলবেন, জানালেন সাকিব