ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

তানজিদ তামিমের বুদ্ধির প্রশংসায় আইসিসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ জুন ২০২৪ , ০৪:৩২ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে শান্ত-লিটনদের ব্যর্থতার পর সাকিবের সঙ্গে দলের হাল ধরেন ওপেনার তানজিদ তামিম। সেই সঙ্গে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ায় তার প্রশংসা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ জুন) ব্যাট করতে নেমে পাওয়ার প্লের তৃতীয় ওভার চলাকালীন একটি বল লাফিয়ে উঠে আটকে যায় এই তামিমের হেলমেটে। সে সময় হেলমেটে আটকে যাওয়া বল ফিল্ডাররা ধরে ফেলার আগেই মাটিতে স্পর্শ করে দেন বাংলাদেশের উদীয়মান ব্যাটার। 

তানজিদের তাৎক্ষণিক এই বুদ্ধিতে মুগ্ধ হয়েছে আইসিসি। হেলমেটে আটকে যাওয়া বলের সেই মুহূর্তটি নিজেদের অফিশিয়াল সামাজিক মাধ্যমে দিয়ে বাঁহাতি ব্যাটারের বুদ্ধির প্রশংসা করেছে আইসিসি। 
 
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, শেষ পর্যন্ত দুর্দান্ত চিন্তা। তানজিদের প্রশংসা না করে উপায় নেই। ক্রিকেটে অনেক ধরনের অদ্ভূত আউট হওয়ার ঘটনা আছে। সেদিক থেকে তানজিদ তামিমের হেলমেটে আটকে যাওয়া বল ধরেও প্রতিপক্ষ নেদারল্যান্ডস আউটের আবেদন করতে পারত।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে ঘটনাটি নিয়ে তানজিদ তামিম বলেছেন, দুর্ভাগ্যক্রমে বলটা বাউন্স হয়েছিল। ফলে ঠিকমতো ব্যাটে-বলে সংযোগ করতে পারিনি এবং তা আমার হেলমেটে আঘাত করে। আমি ঠিক ছিলাম। আমি আসলে তখন চিন্তা করছিলাম বল হয়তো ওপরে উঠে গেছে।
 
‘কিন্তু দেখতে পাই বল আমার সামনের চোখের হেলমেটের পাশে আটকে গিয়েছে। এ সময় আমি ভাবছিলাম তারা (প্রতিপক্ষ) এসে হয়তো বল ধরে আউটের আবেদন করতে পারে। তাই হেলমেট খুলে মাটিতে রাখি। এতে করে তারা আউট করতে পারেনি।’
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |