• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

বিশ্বকাপে যে রেকর্ড শুধুই সাকিবের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২৪, ১৩:৩৪
বাংলাদেশ
ছবি- গেটি ইমেজ

দেশের ক্রিকেটে সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। ভালোবেসে ভক্তরা তাকে ডাকেন ‘রেকর্ড আল হাসান।’ ২২ গজে নামলেই রেকর্ড ভাঙা-গড়া তার অভ্যাসে পরিণত হয়েছে। এবার প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য এক রেকর্ড গড়লেন দেশসেরা এই অলরাউন্ডার।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে অলিখিতভাবে সুপার এইট নিশ্চিত করেছে টাইগাররা। দারুণ এই জয়ের নায়ক সাকিব। চাপের মুখে ব্যাট হাতে লড়েন তিনি। ফিফটিও হাঁকান। সেই সঙ্গে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক ম্যাচে ফিফটি হাঁকানোর রেকর্ড গড়েন সাকিব।

এদিকে বিশ্ব-ক্রিকেটে সাকিবই একমাত্র ক্রিকেটার, যিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্বমঞ্চে ২ হাজার ১৪৯ রান এবং ৯০ উইকেট শিকার করেছেন। তার ধারেকাছেও কেউই নেই।

পাঁচটি ওয়ানডে বিশ্বকাপের লাল-সবুজের জার্সিতে ১ হাজার ৩৩২ রান রানের পাশাপাশি বল হাতে ৪৩ উইকেট শিকার করেছেন তিনি। অন্যদিকে সংক্ষিপ্ত ফরম্যাটের নয়টি আসরে খেলে ৮১৭ রান এবং ৪৭ উইকেট শিকার করেছেন সাকিব।

ডাচদের বিপক্ষে ফিফটিতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক ম্যাচে ফিফটি হাঁকান তিনি। আর বিশ্বের ১৯তম ক্রিকেটার হিসেবে এই ক্লাবে নাম লেখান তিনি। ফিফটি হাঁকিয়েও লড়ে যান দেশসেরা এই অলরাউন্ডার। ৪৬ বলে ৬৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্মিথের রেকর্ড সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৭৪ রান
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি
সাকিব দেশের হয়ে খেলতে পারছে না এটা আমাদের ব্যর্থতা: সুজন
এক বছরে আয়ের রেকর্ড বিমানের