• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

কোপার আগে মেসির বিশেষ বার্তা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২৪, ১৫:২৭
মেসি
ছবি-এএফপি

কয়েকদিন পরেই মাঠ গড়াচ্ছে কোপা আমেরিকা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে শেষ প্রস্তুতি ম্যাচে গুয়াতেমালার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর আকাশি-নীল শিবিরের শুরুর একাদশে ফেরেন লিওনেল মেসি। এর মধ্য দিয়ে কোপার আগে প্রতিপক্ষকে বার্তাও দিয়ে রাখলেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

কোপার আগে মাঠে নেমে জোড়া গোলের দেখা পেয়েছেন রেকর্ড আটবারে ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। পাশাপাশি লাওতারো মার্টিনেজের জোড়া গোলে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে ম্যাচ শেষে নিজের প্রস্তুতি প্রসঙ্গে সন্তুষ্টির কথাও জানান মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি পোস্ট করে মেসি লেখেন, ‘সবাই ঐক্যবদ্ধ।’

অন্যদিকে ম্যাচ শেষে গণমাধ্যমেও কথা বলেন আর্জেন্টাইন এই মহাতারকা। মেসির ভাষ্য, ‘এই দল প্রতিটি অনুশীলনে, সেই একই রকম আকাঙ্ক্ষা নিয়ে নিজেদের উজাড় করে দিচ্ছে। প্রতিবার মাঠে নামার আগে যা বলি, সেটাই বলব, আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করব। লক্ষ্য অর্জনের জন্য আমরা চেষ্টা করে যাব।’

আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর বলেন, ‘কাজটা সামনে আরও কঠিন হবে। কোনো কিছুই সহজ হবে না। ম্যাচগুলো প্রতিনিয়ত আরও বেশি কঠিন হবে। জয় পাওয়া জটিল হয়ে উঠবে, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব।’

উল্লেখ্য, আগামী ২১ জুন পর্দা উঠবে এবারের কোপা আমেরিকার। আসরের উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবে মেসিরা। এরপর ২৬ জুন চিলি এবং গ্রুপ পর্বে শেষ ম্যাচে ৩০ জুন পেরুর মোকাবিলা করবে আর্জেন্টিনা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমেরিকান প্রবাসী জায়ানের সঙ্গে যেসব কথা হলো বাফুফের
৬৫ দিনের অন্ধকারে ডুবেছে শহর, সূর্যের আলো দেখা যাবে আগামী বছর 
ফার্মেসিতে মিলল দুই বস্তা মেয়াদোত্তীর্ণ ওষুধ
বার্সায় মেসির জায়গা নিতে চাননি বলেই পিএসজিতে যান নেইমার