• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন ম্যাথিউস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ জুন ২০২৪, ১৭:৪০
ম্যাথিউস
ছবি-এএফপি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকলেও বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। দলের এমন বাজে পারফরম্যান্সে হতাশ হয়েছে ভক্তরা। তবে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগে ক্ষমা পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায় ওয়ানিন্দু হাসারাঙ্গা। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও হারতে হয়েছে তাদের। তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা।

এ নিয়ে ম্যাথিউস বলেন, আমরা পুরো দেশকে হতাশ করেছি। আমরা সত্যিই দুঃখিত। কারণ, আমরা নিজেদেরকে হতাশ করেছি। আমরা কখনও এমনটা আশা করিনি। আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবে সেগুলো দুর্ভাবনার কিছু নয়। এটি খুবই দুর্ভাগ্যজনক যে আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারিনি।

নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে তারা। কাগজে-কলমে ডাচরা পিছিয়ে থাকলেও তাদেরকে হালকাভাবে নিচ্ছে না লঙ্কানরা। কারণ, প্রস্তুতি ম্যাচে ডাচদের কাছে হারতে হয়েছে তাদের।

লঙ্কান এই অভিজ্ঞ অলরাউন্ডার বলেন,আমরা কোনো দলকে হালকাভাবে নিতে পারি না। নেপাল কীভাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিচ্ছিল আমরা দেখেছি। এটি দুর্ভাগ্যজনক যে নেপালের বিপক্ষে আমাদের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। তবে যা হওয়ার হয়ে গেছে। শেষ ম্যাচে আমরা নিজেদের সম্মানের জন্য খেলব।

তিনি আরও বলেন, নিজেদের প্রতি সুবিচার করতে পারিনি আমরা। বিশেষ করে প্রথম দুই ম্যাচ যেভাবে খেলেছি, খুবই দুর্ভাগ্যজনক। আমরা হতাশ। নিজেদের মধ্যে আমরা অনেক কষ্ট পাচ্ছি।

‘আগামীকাল নতুন দিন এবং নেদারল্যান্ডসের বিপক্ষে আমাদের খেলতে হবে। তারা খুব, খুব বিপজ্জনক দল। তাই আমরা ভালো খেলে তাদের হারাতে চাই।’

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কার কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের
শ্রীলঙ্কার কাছে হেরেও কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
বিশ্বকাপ নিয়ে যেসব প্রশ্নের মুখোমুখি হন মেসি