ওয়েস্ট ইন্ডিজে টাইগারদের ঈদ উদযাপন
রাত পোহালেই সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এদিকে আজ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছে। সেখানেই ঈদুল আজহা পালন করেছেন সাকিব-মাহমুদউল্লাহরা।
রোববার (১৬ জুন) এক বিবৃতি এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে টাইগারদের ঈদুল আজহা উদযাপনের ছবিও প্রকাশ করা হয়।
সেখানে দেখা যায় একটি কক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা ঈদের নামাজে অংশগ্রহণ করেন। আরেকটি ছবিতে দেখা যায় ক্রিকেটাররা একই সঙ্গে খাওয়া দাওয়া করছেন।
আগামীকাল (সোমবার) ভোরে বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচে জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে সুপার এইটে উঠতে চায় শান্ত বাহিনী।
ফ্লোরিডায় দল যে সময় নেপালের বিপক্ষে মাঠে লড়াই করবে, তখন বাংলাদেশের মানুষ ঈদুল আজহা উদযাপনে ব্যস্ত থাকবেন। তাই ঈদের আনন্দের সঙ্গে দেশের মানুষকে জয় উপহার দিতে চান সাকিব আল হাসান।
নেদারল্যান্ডস ম্যাচের পর এমন মন্তব্য করেছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০মিনিটে মাঠে নামবে টাইগাররা।
মন্তব্য করুন