সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ শ্রীলঙ্কার
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের হারিয়ে আগেই হুঙ্কার দিয়ে রেখেছিল ডাচরা। আর সেই হার থেকে শিক্ষা নিয়ে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে রীতিমতো উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। ডাচদের বিপক্ষে ৮৩ রানের এক মাত্র জয়ের সান্ত্বনা নিয়ে বিশ্বকাপ শেষ করেছে ওয়ানিন্দু হাসারাঙ্গার দল।
সোমবার ( ১৭ জুন) আগে ব্যাট করে নেদারল্যান্ডসকে ২০২ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ২০ বলে হাতে থাকতেই ১১৮ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। এতে ৮৩ রানের বড় জয় পায় লঙ্কানরা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই ডাচ ওপেনার মাইকেল লেভিট ও ম্যাক্স ও’ডাউড। তবে ইনিংস বড় করতে পারেননি ও’ডাউড। ৮ বলে ১১ রান করে তাকে সঙ্গ দেন লেভিট। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি বিক্রমজিত সিংও। ১০ বলে ৭ রান করেন তিনি।
৯ বলে ১১ রান করে সিব্রান্ড এঙ্গেলব্রেখট আউট হলে ডাচ শিবিরে হাল ধরেন স্কট এডওয়ার্ডস। কিন্তু উইকেট মিছিল শুরু করে বাকিরা।
বাস ডি লিডি (৩), লোগান ফন বিক (০), টিম প্রিঙ্গল (২), আরিয়ান দত্ত ১০ রানে আউট হন। সতীর্থদের আশা যাওয়ার মিছিলে নিজেকে ধরে পারেননি ডাচ অধিনায়কও। ২৪ বলে ৩১ রান করে স্কট এবং ১ রান করে ভিভিয়ান কিংমা আউট হলে ২০ বলে হাতে থাকতেই ১১৮ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। এতে ৮৩ রানের বড় জয় পায় লঙ্কানরা।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন নুয়ান তুষারা। এ ছাড়াও ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মাথিশা পাথিরানা দুটি, মাহেশ থিকশানা এবং দাসুন শানাকা একটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয় শ্রীলঙ্কার। ইনিংসের দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন ওপেনার পাথুম নিশাঙ্কা। তবে কামিন্দু মেন্ডিসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার কুশাল মেন্ডিস। ২০ বলে ১৭ রানে কামিন্দু আউট হলেও তাকে সঙ্গ দেন ডি সিলভা।
৪ রানের জন্য ফিফটি মিস করেছে কুশাল মেন্ডিস। ২৯ বলে ৪৬ রানের ইনিংস খেলে ক্যাচ আউট হন তিনি। ২৬ বলে ৩৪ করে সিলভা আউট হলে লঙ্কান শিবিরে হাল ধরেন চারিথ আসালাঙ্কা এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস। দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যেতে থাকে লঙ্কানরা।
২১ বলে ৪৬ রানের মারকুটে ইনিংস খেলে আসালাঙ্কা আউট হলে পরে বলে ডাক আউট হন দাসুন শানাকা। শেষ পর্যন্ত ম্যাথিউসের ১৫ বলে ৩০ রান এবং ওয়ানিন্দু হাসারাঙ্কার ৬ বলে ২০ রানের ক্যামিও ইনিংসে ভর করে ২০১ রানের বড় পুঁজি পায় লঙ্কানরা।
মন্তব্য করুন