‘তানজিম সাকিবই আমাদের হারিয়ে দিয়েছে’
নেপালের বিপক্ষে মাত্র ১০৬ রানের পুঁজি নিয়ে লড়াই করতে নেমে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে ৪ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা পালন করেছেন পেসার তানজিম হাসান সাকিব। তার এই বিধ্বংসী বোলিংয়েই ম্যাচ হেরেছেন বলেন মন্তব্য করেছেন নেপাল দলপতি রোহিত পাউড়েল।
সোমবার (১৭ জুন) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, তানজিম খুবই ভালো বোলিং করেছে। আমি বলব, নতুন বলে সে আমাদের হারিয়ে দিয়েছে। সে অসাধারণ বোলিং করেছে। উইকেট চ্যালেঞ্জিং ছিল। আমি মনে করি, তানজিম সঠিক জায়গায় বল করেছে এবং আমাদের ব্যাটিং চাপে ফেলে দিয়েছে।
এদিন তানজিমের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন রোহিত পাউড়েল। ফলো থ্রুতে নেপাল অধিনায়কের দিকে চোখ রাঙালেন তরুণ পেসার। পরমুহূর্তেই কিছু একটা বলতে দেখা গেল তানজিমকে। পাল্টা জবাব দিলেন রোহিতও।
পরের ওভারে বোলিংয়ে রোহিতকে ফিরিয়ে ব্যক্তিগত এই লড়াইটা জিতে নিলেন বাংলাদেশের পেসার। মাঠে তানজিমের সঙ্গে হওয়া বাকযুদ্ধের বিষয়টিও খোলাসা করেন নেপাল অধিনায়ক।
তিনি বলেন, আমাদের মধ্যে তেমন কিছু নেই। সে সামনে এসে বলল যে, ‘মারো’। আর আমি বললাম যে, যাও বোলিং করো। আর কিছু না।
নেপালের ইনিংসের প্রথম বলে বাউন্ডারি ‘হজম’ করে শুরু করেন তানজিম। এরপর তার করা টানা ১৯ বলে ব্যাট থেকে আর রান নিতে পারেনি নেপাল। দ্বিতীয় ওভারে কোনো রান না দিয়ে তিনি ফেরান দুই ব্যাটসম্যানকে। নিজের তৃতীয় ওভারে রোহিতকে ফিরিয়েও মেডেন ওভার করেন তানজিম।
সপ্তম ওভারে নিজের কোটা পূর্ণ করতে এসে ২ রান দিলেও স্পেলের শেষ বলে আরেকটি উইকেট নিয়ে নেপালকে মহাবিপদে ফেলে দেন তানজিম। সব মিলিয়ে ৪ ওভারে ২১টি ডট বল করেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা রেকর্ড।
মন্তব্য করুন