• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

দেশবাসীকে দেওয়া কথা রাখলেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ জুন ২০২৪, ১৮:২৩
সাকিব
ছবি- বিসিবি

ঈদের দিনে দেশের মানুষকে জয় উপহার দেওয়ার কথা বলেছিলেন সাকিব আল হাসান। নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারিয়ে নিজের কথা রেখেছেন দেশসেরা এই ক্রিকেটার। নেপালের বিপক্ষে ২১ রানের জয়ে গ্রুপ পর্ব শেষ করেছে টাইগাররা।

সোমবার (১৭ জুন) নেপালের বিপক্ষে ১০৬ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। তবে বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে জয় তুলে নিয়েছে শান্ত বাহিনী। এই ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তানজিম সাকিব।

দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে ২২ বলে সর্বোচ্চ ১৭ রানের ইনিংস খেলেছিলেন সাকিব। এ ছাড়াও শেষ ওভারে নেপালের যখন জয়ের জন্য ২২ রান দরকার ছিল। তখন বিশ্বসেরা অলরাউন্ডারের হাতে বল তুলে দেন অধিনায়ক শান্ত। প্রথম দুই বলে জোড়া উইকেট তুলে নিয়ে নেপালকে ৮৫ রানে অলআউট করেন সাকিব আল হাসান।

এতে ২১ রানের জয় পায় টাইগাররা। সেই সঙ্গে দেশবাসীকে দেওয়া কথাও রেখেছেন তিনি। ম্যাচ শেষ সাকিবের প্রতিকৃতজ্ঞা জানিয়ে বাংলাদেশি দর্শকরা বলেন, অনেক ধন্যবাদ তাকে (সাকিব), কথা রাখার জন্য। আমরা খুব খুশি।

এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের পর সাকিব বলেছিলেন, নেপালের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জিতলেই আমরা দ্বিতীয় রাউন্ডে খেলবো। আমাদের জন্য যা অনেক বড় অর্জন হবে। স্বাভাবিকভাবেই আমরা মুখিয়ে আছি সামনের ম্যাচের জন্য। আশা করি, ঈদের দিনে আমরা মানুষের মুখে হাসি ফোটাতে পারবো।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
৪ হাজার বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিলো গ্রিস
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালাম
৫২৪ কর্মী নিয়োগ দেবে ডাক বিভাগ