• ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১
logo

ইতালিকে হারিয়ে শেষ ষোলোতে স্পেন

ক্রীড়া ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ জুন ২০২৪, ০৪:৪৬
ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘গ্রুপ অব ডেথে’ মুখোমুখি হয়েছিল শক্তিশালী স্পেন ও ইতালি। গতিময় ও আক্রমণাত্মক ফুটবল খেলেও গোল করতে পারিনি স্পেন। তবে ম্যাচে বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের ওপর ভালোই ছড়ি ঘুরিয়েছে তারা। শেষ পর্যন্ত আত্মঘাতী গোলের সুবাদে ইতালিকে ১-০ ব্যবধানে হারিয়ে ইউরো কাপের শেষ ষোলোও নিশ্চিত করেছে দুই আসরের চ্যাম্পিয়ন স্পেন।

ম্যাচের শুরু থেকেই বল দখলে ছিল স্প্যানিশদের। ম্যাচের ১০ মিনিটে নিকো উইলিয়ামস একটি সুবর্ণ সুযোগ পেলেও তা হাতছাড়া হয়। ফ্রি হেড গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে যায় বল। ম্যাচের ২৪ মিনিটে আলভারো মোরাতার দারুণ শট রুখে দেন ইতালির গোলরক্ষক ডোন্নারুমা। এরপর ৩৭ মিনিটে ফাবিয়ান রুইজ ডিবক্সের বাইরে থেকে লক্ষ্যভ্রষ্ট শট নিলে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি স্পেন। অন্যদিকে বিরতির কিছু সময় আগে ইতালির কিয়েসা শট নেওয়ার সুযোগ পেলেও তা লক্ষ্যে পৌঁছায়নি।

বিরতির পর দুই দলের খেলোয়াড়রা গোলের জন্য মরিয়া হয়ে ওঠেন। ম্যাচের ৫৫ মিনিটে দেখা মেলে কাঙ্ক্ষিত গোলের তাও আবার আত্মঘাতী গোল। ইতালির চীনের প্রাচীর ভাঙে আগের ম্যাচের নায়ক বোলগনার ডিফেন্ডার ক্যালাফিওরি। নিজেই নিজেদের জালে বল প্রবেশ করান। এরপর ৮৫ মিনিট পর্যন্ত চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই। ৫৯ মিনিটে নোম্যান্ডের দারুণ এক হেড রুখে দেয় স্পেনের ডিফেন্ডাররা। ৭১ মিনিটে স্পেনের নিকো উইলিয়ামসের ডান পায়ের বাঁকানো শট ডোন্নারুমেকে ফাঁকি দিলেও গোলবারে লেগে বল চলে যায় মাঠের বাইরে।

এরপর স্পেনের উনাই সিমন ৮৬ মিনিটে ক্রিস্টানটের হেড আটকে দেন। ৯২ ও ৯৩ মিনিটে দুটি দারুণ অ্যাটাকের সঙ্গে শর্ট করেন স্পেনের আয়োজে পেরেজ কিন্তু তা ঝাঁপিয়ে পড়ে রুখে দেন ডোন্নারুমা। বাকি সময় আরও আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি ইতালি। ফলে ১-০ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন।

তবে এদিনের ম্যাচ হারলেও ইতালির সামনে শেষ ষোলোতে খেলার সুযোগ আছে। নিজেদের শেষ ম্যাচ ড্র করলেই তারা পরবর্তী রাউন্ডে যাবে।

মন্তব্য করুন

  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেলজিয়ামকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ফ্রান্স
জর্জিয়াকে উড়িয়ে শেষ আটে স্পেন
শেষ ষোলো নিশ্চিতের পর দুঃসংবাদ পেল স্পেন
বাংলাদেশে সমরাস্ত্র বিক্রি করতে চায় ইতালি