বড় হারের পর যা বললেন শান্ত
১৭ বছরের আক্ষেপ ঘুচিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। এই পর্বে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরেছে টাইগাররা।
শুক্রবার (২১ জুন) স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নাজমুল হাসান শান্তর ৩৬ বলে ৪১ রান এবং হৃদয়ের ২৮ বলে ৪০ রানের ইনিংসে ভর করে ১৪০ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ঝোড়ো ব্যাটিংয়ে ১১ দশমিক ২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ রান তোলে অজিরা। এরপর বৃষ্টি বাগড়ায় খেলা আর গড়ায়নি।
এমন হতাশার হারের পর বাংলাদেশ অধিনায়ক শান্তর মন্তব্য, ‘উইকেট ভালো ছিল, কিন্তু স্লো–ও ছিল একটু। তবুও এই উইকেটে আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল।’
অজিদের বিপক্ষে ৪-নম্বরে রিশাদকে ব্যাটিংয়ে পাঠানো হয়েছিল। তবে কাজে আসেনি টাইগার কোচ চণ্ডিকা হাথুরুসিংহের এই সারপ্রাইজ। মাত্র ২ রানেই প্যাভিলিয়নে ফেরেন রিশাদ।
এ নিয়ে শান্তর ভাষ্য, ‘রিশাদ অজি স্পিনারদের মোকাবিলা করতে চারে এসেছিল। সে বিগ-হিটার, কিন্তু আজ সে রান করতে পারেনি। সবমিলে এখানে খেলা উপভোগ করছি এবং আমি মনে করি আরও কিছু করার সুযোগ আছে। দলের টপ-অর্ডার ব্যাটারের জন্য রান পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল।’
বোলারদের হতশ্রী পারফরম্যান্স নিয়ে টাইগার দলপতি মন্তব্য, ‘আশা করি বোলাররা তাদের ফর্ম বজায় রাখবে। আমাদের পরের ম্যাচে ভারতের বিপক্ষে ভালো খেলার চেষ্টা করব।’
মন্তব্য করুন