ভারত পরীক্ষার সামনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২২ জুন ২০২৪ , ০৯:৩৬ এএম


বাংলাদেশ
ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের টপ-অর্ডার। সুপার এইটের প্রথম ম্যাচের পরও দুই অঙ্কের কোটা পার করতে পারেনি বাংলাদেশের ওপেনিং জুটি। তবে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিশ্বাস, টপ-অর্ডার ব্যাটাররা ফর্মে ফেরার পথে থাকায় বিশ্বকাপের সেমিফাইনালে খেলার ভালো সুযোগ এখনও আছে।

বিজ্ঞাপন

এদিকে বৃষ্টি-আইনে সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরেছে লাল-সবুজেরা। তবে এই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা। শনিবার (২২ জুন) রাত সাড়ে ৮টায় অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

অজিদের বিপক্ষে ম্যাচ শেষে শান্তর ভাষ্য, ‘উইকেট ভালো ছিল। কিছুটা ধীরগতির ছিল। কিন্তু আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল। এখন পর্যন্ত আমার সব ঠিক আছে। এখানে খেলা উপভোগ করছি এবং আমি আরও ভালো কিছু করতে পারবো বলে মনে করছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আজকে টপ-অর্ডারের রান পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আশা করি বোলাররা, তাদের ফর্ম ধরে রাখবে। ভারতের বিপক্ষে পরের ম্যাচে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে তারা।’

এই ফরম্যাটে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ-ভারত। এর মধ্যে মাত্র একবার জিতেছে টাইগাররা। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার দেখা হয়েছে দল দুটির। প্রতিবারই জিতেছে টিম ইন্ডিয়া।

পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে না থাকলেও, ভারতকে বিপক্ষে বেশির ভাগ ম্যাচেই আগ্রাসী ও লড়াকু ক্রিকেট খেলেছে টাইগাররা। মুখোমুখি দেখায় উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর পারফরমেন্স দেখিয়েছে তারা।

বিজ্ঞাপন

এদিকে আজ (২২ জুন) ভারতকে হারাতে না পারলে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জিতলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে ভারত। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারায় তারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে অ্যান্টিগার উইকেট সম্পর্কে ধারণা পেয়েছে বাংলাদেশ। ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে ভারতকে বার্বাডোজ থেকে অ্যান্টিগা যেতে হবে। আর ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যেই নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। কিন্তু ভেন্যু পরিবর্তন বা ভ্রমণ করতে হবে না তাদের। যে কারণে বাড়তি সুবিধা পাচ্ছে টাইগাররা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission