• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

দল বদলে নতুন ঠিকানায় সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ জুন ২০২৪, ১২:১২
সাকিব আল হাসান
ছবি- সংগৃহীত

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বদলে গেল সাকিব আল হাসানের দল। গেল আসরে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলেছিলেন তিনি। এবার প্রথম বাংলাদেশি হিসেবে মিসিসিগা প্যান্থার্সের জার্সি গায়ে জড়াবেন এই অলরাউন্ডার।

কানাডার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি লিগের সবশেষ আসরে সাকিব ছাড়াও টাইগার ওপেনার লিটন দাস খেলেছিলেন।

মিসিসিগা প্যান্থার্সে সতীর্থ হিসেবে ইফতিখার আহমেদ ও রহমানউল্লাহ গুরবাজকে পাচ্ছেন সাকিব। অন্যদিকে মার্কাস স্টয়নিস, সুনীল নারাইন ও কাইল মেয়ার্সরা সারে জাগুয়ারসে নাম লিখিয়েছেন। এ ছাড়াও মন্ট্রিয়াল টাইগার্সে ক্রিস লিন, শেরফানে রাদারফোর্ড ও নাভিন উল হক; টরোন্ট ন্যাশনালসে শাহীন শাহ আফ্রিদি, রোমারিও শেফার্ড ও কলিন মুনরো; ব্রাম্পটন উলভসে ডেভিড ওয়ার্নার ও অ্যান্ড্রু টাই এবং ভ্যাঙ্কুবার নাইটসে বাবর আজম, মোহাম্মদ আমির ও মোহাম্মদ রিজওয়ান জায়গা পেয়েছেন।

গত আসরে ৮ ম্যাচে ৭ ইনিংসে ২১ দশমিক ৭১ গড় এবং ১০০ দশমিক ৬৬ স্ট্রাইক রেটে ১৫২ রান করেন লিটন। অন্যদিকে ৪ ইনিংসে ১৫৪ দশমিক ৫৪ স্ট্রাইক রেট ও ২৫ দশমিক ৫০ গড়ে ১০২ রান করেন সাকিব। এ ছাড়া বল হাতে সাকিবের শিকার ৫ উইকেট।

উল্লেখ্য, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির তিনটি আসর ইতিমধ্যেই মাঠে গড়িয়েছে। যেখানে সাকিবের মন্ট্রিয়াল ছাড়াও ভ্যাঙ্কুবার নাইটস ও উইনিপেগ হকস একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। আগামী ২৫ জুলাই থেকে শুরু হয়ে ১১ আগস্ট পর্দা নামবে এবারের আসরের।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেমিট্যান্স পাঠানোয় ইতালি প্রবাসীদের রেকর্ড
সাকিবের পর লিজেন্ড লিগে দল পেলেন তামিম
রেকর্ড পরিমাণ সরিষার আবাদ, মন হারিয়ে যায় দিগন্তজোড়া হলুদ সমুদ্রে
সাকিবের গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে যা বললেন মির্জা ফখরুল