• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

টি-টোয়েন্টিতে সাকিবের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ জুন ২০২৪, ২১:২৮
সাকিব আল হাসান
ছবি- বিসিবি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আসরের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে খেলতে এসেছিলেন সাকিব আল হাসান। সংক্ষিপ্ত ফরম্যাটে এই বিশ্বকাপে উইকেটে ফিফটি পূরণ করতে বিশ্বসেরা অলরাউন্ডারের প্রয়োজন ছিল তিনটি উইকেট।

প্রথম তিন ম্যাচে বল হাতে উইকেট না পেলেও নেপালের বিপক্ষে ম্যাচে পেয়েছিলেন দুই উইকেট। অ্যান্টিগায় ভারতের বিপক্ষে ম্যাচে নিজের দ্বিতীয় ওভারে রোহিত শর্মাকে ফিরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ৫০ উইকেট পূর্ণ করেন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ৪২তম ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব।

দ্বিতীয় ওভার করতে এসে প্রথম ৩ বলে সাকিব দিয়েছিলেন ১০ রান। লেংথ কমিয়ে এনেছিলেন, তাতেই কাজের কাজ হয়েছে। জায়গা নিয়ে খেলতে গিয়ে ক্যাচ দেন রোহিত। মিড অফে ক্যাচটি নিয়েছেন জাকের আলী।

এখন পর্যন্ত আইসিসির বিশ্বকাপ ইভেন্টে এটি সাকিবের ৯৩তম উইকেট। তার ওপরে এই তালিকায় আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। অজি তারকার উইকেট ৯৫টি। মালিঙ্গার উইকেট সংখ্যা ৯৪।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপই আমার শেষ: নেইমার
দ্বিতীয় পরীক্ষায়ও ব্যর্থ, বড় নিষেধাজ্ঞার শঙ্কায় সাকিব
চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠনে কঠিন পরীক্ষা নির্বাচকদের, দেখে নিন সম্ভাব্য স্কোয়াড
৯৬ ঘণ্টার মধ্যেই সাকিবের ভাগ্য নির্ধারণ, যা বললেন প্রধান নির্বাচক