• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

যেভাবে সেমিতে যেতে পারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২৪, ১৩:৩৮
বাংলাদেশ
ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানকে হারালেই সেমিফাইনাল নিশ্চিত করতো অস্ট্রেলিয়া। তাদের সঙ্গী হিসেবে ভারতও শেষ আটে উঠে যেত। তবে সেমিফাইনালের বড় মঞ্চে উঠার হাইভোল্টেজ ম্যাচে অজিদের ২১ রানে হারিয়ে লড়াই জমিয়ে তুলেছে আফগানরা। অজিদের এমন হারের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়েও বিদায়ের শঙ্কায় আছে ভারত।

চলতি বিশ্বকাপের শুরু থেকেই একের পর এক সারপ্রাইজ প্যাকেজ উপহার দিচ্ছে রশিদ খানের দল। মাঝে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের বিপক্ষে হারলেও ধারাবাহিক পারফরম্যান্সে ভাটা পড়েনি আফগানদের। অজিদের বিপক্ষেও নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে রশিদ খানরা। শক্তিশালী দলটিকে ১২৭ রানেই আটকে দিয়েছে তাদের বোলিং লাইনআপ। এতে প্রথমবারের মতো এই ফরম্যাটে প্যাট কামিন্সদের হারিয়েছে আফগানিস্তান।

এদিকে টানা ২ হারের পরও সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ। এজন্য ছোট দুটি সমীকরণ মেলাতে হবে টাইগারদের। শান্ত বাহিনীকে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতে হবে। রশিদ খানের দলকে হারানোর পাশাপাশি ভারতের জয়ের জন্যও প্রার্থনা করতে হবে। অজিদের হার এবং নেট রানরেটে এগিয়ে থাকলেই সেমির টিকিট পাবে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

সুপার এইটে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত। ২ পয়েন্টে নেট রানরেটে এগিয়ে থেকে দুইয়ে অজিরা। শূন্য পয়েন্টে চারে বাংলাদেশ। আর এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তিনে (রানরেট -০.৬৫০) আছে রশিদ খানের দল।

অন্যদিকে ভারত যদি অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে যায়, তাহলে আফগানদের হারালেও লাভ হবে না বাংলাদেশের। তখন সমান ৩ ম্যাচে সমান ৪ পয়েন্টে সেমিতে উঠে যাবে অস্ট্রেলিয়া এবং ভারত। বাংলাদেশ আফগানদের হারালেও সমান ২ পয়েন্ট নিয়ে দুই দলেরই বিদায় নিশ্চিত হবে।

তবে বাংলাদেশের বিপক্ষে আফগানরা জিতলে এবং অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে জয় পেলেও আফগানদের সুযোগ আছে। তখন সামনে আসবে নেট রানরেটে হিসাব-নিকাশ। অস্ট্রেলিয়া ভারতকে ১ রানে হারালে, অজিদের টপকাতে বাংলাদেশকে ৩৬ রানে হারাতে হবে আফগানদের।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপই আমার শেষ: নেইমার
বাংলাদেশকে দেখে ভয় পাবে অস্ট্রেলিয়া: সুমাইয়া
আইসিসি অ্যাওয়ার্ডস ২০২৪: বর্ষসেরার লড়াইয়ে কারা
‘কোহলিকে বাঁচিয়েছে আইসিসি, অর্থ জরিমানা এর শাস্তি নয়’