• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২৪, ২১:৩৬
বাংলাদেশ
ছবি- বিসিবি

আগামী মাসে শ্রীলঙ্কায় নারী এশিয়া কাপের নবম আসরের পর্দা উঠতে যাচ্ছে। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২৩ জুন) এক বিবৃতিতে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী উইংয়ের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন।

এই স্কোয়াডের বেশি ভাগই পরিচিত মুখ। তবে দীর্ঘ দিন পর দলে ফিরেছেন জাহানারা আলম। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৪৪ রান দিয়েছেন এই ডান হাতি পেসার।

এরপরই দল থেকে বাদ পড়েন। তবে এক বছর পর এশিয়া কাপ দিয়ে দলে ফেরেছেন জাহানারা। ১৫ সদস্যের স্কোয়াডে নতুন দুটি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ইসমা তানজিম এবং সাবিকুন নাহার জেসমিন।

বাংলাদেশের স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), মুর্শিদা খাতুন), দিলারা আক্তার, রুমানা আহমেদ, রিতু মনি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া খাতুন, সুলতানা খাতুন, রুবায়া হায়দার, স্বর্ণা আক্তার, ইসমা তানজিম এবং সাবিকুন নাহার জেসমিন।


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেস্টার সিটি ছেড়ে কোথায় যাচ্ছেন বাংলাদেশের হামজা চৌধুরী
পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ
ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর আটক