ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ক্রোয়েশিয়া-ইতালির টিকে থাকার লড়াই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৪ জুন ২০২৪ , ০১:১৬ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

স্পেনের কাছে ১-০ গোলে হেরে, ইউরো মিশন শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। পরবর্তী ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে জয় তুলে, স্বস্তিতে ফেরে আজ্জুরিরা। কিন্তু বিদায়ের শঙ্কা থেকে যাওয়ায়, পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না ডোনারুম্মা-জর্জিনহোরা।

বিজ্ঞাপন

প্রতিবেশী ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াই জিতলে বা ড্র করলে, সরাসরি নকআউটে পা রাখবে ইতালি। কিন্তু হেরে গেলে তাকিয়ে থাকতে হবে, আলবেনিয়া-স্পেন ম্যাচের দিকে। স্পেন জিতলে গ্রুপের তৃতীয় হয়ে, পরবর্তী রাউন্ডের শিকে ছিঁড়বে আজ্জুরিদের।

এমন ম্যাচে লেফট-ব্যাক ফেদেরিকো ডিমারকোকে ছাড়া কৌশল আঁটতে হচ্ছে, কোচ লুসিয়ানো স্পালেত্তিকে। এ ছাড়া স্কোরার সংকটও মাথায় রাখতে হচ্ছে আজ্জুরি বসকে। তবে অনেক ক্রোয়েট ফুটবলারকে ঘনিষ্ঠভাবে জানায়, কিছুটা সুবিধা নিতে পারেন স্পালেত্তি।

বিজ্ঞাপন

স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা ক্রোয়েশিয়া পরবর্তী ধাক্কা খায়, আলবেনিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে। একদম খাদের কিনারে থাকা ক্রোয়েটরা, জিতলে যাবে নক-আউটে। ড্র করলেও সম্ভাবনা আছে, যদি আলবেনিয়া হারে স্পেনের কাছে। আর আলবেনিয়া ড্র করলে, নকআউটে যাবে তারাই।

দলের মধ্যমণি লুকা মদ্রিচ নেই কাঙ্ক্ষিত ছন্দে। যদিও প্রয়োজনের সময় খোলস ছেড়ে বেরোনোর নজীর আছে, এ রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের। তবে ব্রোজোভিচসহ অভিজ্ঞ স্কোয়াড নিয়ে, চাকরি বাঁচানোর চেষ্টা করবেন কোচ জাৎকো দালিচ। বাঁচা-মরার এ লড়াইতে, ক্রোয়েটদের অনুপ্রেরণার বড় জায়গা, আশি বছরে তাদের হারাতে পারেনি ইতালি।

 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |