• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

শেষ ষোলো নিশ্চিতের পর দুঃসংবাদ পেল স্পেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ জুন ২০২৪, ১৫:৪০
স্পেন
ছবি- সংগৃহীত

টানা দুই জয়ে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ক্রোয়েশিয়া এবং দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইতালিকে হারায় দুইবারের ইউরো চ্যাম্পিয়নরা।

তবে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল স্পেন। এই ম্যাচে মাঝমাঠের কাণ্ডারি রড্রিকে পাচ্ছে না সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

এক ম্যাচের জন্য মাঠের বাইরে থাকছেন তিনি। মূলত উয়েফার নিয়মের গ্যাঁড়াকলে পড়েই মাঠের বাইরে থাকছেন এই মিডফিল্ডার।

উয়েফার নিয়মানুযায়ী, গ্রুপ পর্বে যেকোনো দুই ম্যাচে হলুদ কার্ড দেখলেই পরের ম্যাচে সেই খেলোয়াড় এক ম্যাচ নিষিদ্ধ হবেন।

ইতালি ও ক্রোয়েশিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখেছিলেন রড্রি। তবে এই নিষেধাজ্ঞায় খুব একটা ক্ষতি হচ্ছে না স্প্যানিশদের। ইতোমধ্যে নকআউট নিশ্চিত হওয়ায় গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচটি একপ্রকার নিয়মরক্ষার। তাই পরের রাউন্ডে নির্ভার হয়েই মাঠে ফিরতে পারবেন এই মিডফিল্ডার।

মন্তব্য করুন

  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের নাটকীয়তায় জার্মানিকে কাঁদিয়ে সেমিতে স্পেন
কোয়ার্টার ফাইনালের আগে বড় দুঃসংবাদ তুরস্ক শিবিরে
বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ
৫ জুলাই: ইতিহাসে আজকের এই দিনে