ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। পাশাপাশি নেট রানরেটের দিকেও লক্ষ্য রাখতে হবে। অন্যদিকে আফগানিস্তানের জন্য এটি বাঁচামরার লড়াই। তবে কাজটা তাদের জন্য অনেক সহজ। কেননা, যেকোনো ব্যবধানে জয় পেলেই সেমিতে উঠে যাবে রশিদ খানের দল।
মঙ্গলবার (২৫ জুন) হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। কন্ডিশন বিবেচনায় ব্যাটিং বেছে নিয়েছেন তিনি। কিংস্টনে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬ টায় শুরু হবে ম্যাচটি।
সেমিফাইনালে উঠার সুযোগ কাজে লাগাতে একাদশে জোড়া পরিবর্তন এনেছে বাংলাদেশ। সহ-অধিনায়ক তাসকিন আহমেদ ও সৌম্য সরকার দলে ফিরেছেন। বাড় পড়েছেন জাকের আলী ও মেহেদী হাসান। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে আফগানরা।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, গুলবদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নানগায়াল খারোতি, নুর আহমেদ, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি।
মন্তব্য করুন