ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মেটলাইফের দুঃস্মৃতি ভুলে চিলির মুখোমুখি আর্জেন্টিনা, যেভাবে দেখবেন খেলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ , ০৭:৫২ পিএম


loading/img
ছবি-এএফপি

কানাডার বিপক্ষে দুর্দান্ত জয়ে কোপা আমেরিকার ৪৮তম আসরে শুভসূচনা করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেসি-ডি মারিয়াদের প্রতিপক্ষ চিলি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় মাঠে নামবে দুই দল।

বিজ্ঞাপন

এই স্টেডিয়ামেই স্টেডিয়াম ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। আবারও সেই মেটলাইফ স্টেডিয়ামে একই প্রতিপক্ষের বিপক্ষে নামছেন লিওনেল মেসিরা। তবে এখন আর অতীত ইতিহাস মনে রাখতে চান না আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি।

তিনি বলেন, ২০১৬ সালের ফাইনালে কোনো কিছুই এখন আর অবশিষ্ট নাই। আমরা যেমন এখন বিশ্ব চ‍্যাম্পিয়ন। গত ম‍্যাচের আগে বলেছিলাম, এটা এখন শেষ হয়ে গেছে। ফুটবল এমনই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সময় এগিয়ে যায়, চাকা ঘুরতে থাকে। বল কখনও থামে না আর সত‍্যিই কোনো কিছু রেখে যায় না। সব কিছুই ইতিহাস। অতীতে ফিরে যাওয়ার কোনো অর্থ নাই।’

২০১৫ সালে আর্জেন্টিনাকে হারিয়েই নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোপার স্বাদ পেয়েছিল চিলি। পরের বছরও তাদের হারিয়ে শিরোপা উৎসব করে লাতিন দেশটি। চলতি বছরের শুরুতে দলটির দায়িত্ব নিয়েছেন আর্জেন্টিনার রিকার্ডো গারেকা। নিজ দেশের বিপক্ষে জয় পেতে উন্মুখ হয়ে আছেন তিনি। 

রিকার্ডো বলেন, আর্জেন্টিনার বিপক্ষে খেলা সবসময়ের জন্য একটা চ্যালেঞ্জ। আমি এখন পুরোপুরিভাবে চিলির জাতীয় দলের ওপর মনোযোগ রাখছি। তবে আর্জেন্টিনা সবসময় বিশেষ একটা দল।

বিজ্ঞাপন

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনার খেলা

বৈশ্বিক টুর্নামেন্ট লাইভ দেখা নিয়ে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয় সমর্থকদের। তবে স্বস্তির খবর হচ্ছে, বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে কোপার মহারণ। জানা গেছে, বাংলাদেশে খেলা দেখা যাবে স্পোর্টস ভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসে।

এ ছাড়া অনলাইনে টি-স্পোর্টস অ্যাপেও দেখা যাবে খেলা। আর ভারতে সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |