বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন শুরু
আর মাত্র তিন পরেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে থেকে পর্দা নামতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। অন্যদিকে কাউন্টডাউন শুরু হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। এবারের বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। তাই নারী বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের উৎসাহ খানিকটা বেশি।
গতকাল (মঙ্গলবার) বিশ্বকাপের ১০০ দিনের কাউন্ট ডাউন উপলক্ষে মিরপুর শের-ই বাংলায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের সদস্যরা।
এরই মধ্যে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৩ অক্টোবর শুরু হবে এবারের নারী বিশ্বকাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। ১০টি দলের বিশ্বকাপে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে।
‘এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাইপর্বের একটি দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও বাছাইপর্ব উতরে আসা এক দল।
আসন্ন বিশ্বকাপে সর্বমোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রস্তুতি ম্যাচের ভেন্যু বিকেএসপি। বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে মিরপুর হোম অব ক্রিকেট ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
মন্তব্য করুন