• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

লো-স্কোরিং সেমিফাইনালে রেকর্ডের ফুলঝুড়ি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ জুন ২০২৪, ১০:৩৪
টি-টোয়েন্টি বিশ্বকাপ
ছবি-এএফপি

এবারের বিশ্বকাপে চমক দেখিয়ে সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান। প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছিল গ্রুপ পর্বে এবং সুপার এইটে অপরাজিত থাকা দক্ষিণ আফ্রিকাকে। কিউই এবং অজিদের হারিয়ে চমক দিলেও প্রোটিয়াদের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছে আফগানরা।

বৃহস্পতিবার (২৭ জুন) সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে মাত্র ৫৬ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাব দিতে নেমে ৬৭ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে এই ম্যাচে একাধিক রেকর্ডের সাক্ষী হয়েছে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়াম।

প্রোটিয়াদের ৮ জয়
চলতি বিশ্বকাপে টানা ৮ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। এর আগে অস্ট্রেলিয়া করেছিল টানা ৮ ম্যাচ জয়ের রেকর্ড। অজিরা এই রেকর্ড গড়েছিল ২০২১ এবং ২০২২ আসর মিলিয়ে। দক্ষিণ আফ্রিকা গড়ল সেটা এক আসরেই। একই সঙ্গে প্রোটিয়াদের ক্রিকেট ইতিহাসেও টানা জয়ের হিসেবে এটিই সর্বোচ্চ।

৬৭ বল
ফাইনালের ওঠার লড়াইয়ে ৫৭ রান তাড়া করতে নেমে ৬৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। এর আগে টি-টোয়েন্টিতে এত বল বাকি রেখে আর জেতা হয়নি প্রোটিয়াদের। ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে ৫১ বল হাতে রেখে জয় পেয়েছিল তারা। সেটিই ছিল সর্বোচ্চ।

৫৬ রানের লজ্জা
সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে সর্বনিম্ন ৫৬ রানের লজ্জার রেকর্ড গড়েছে আফগানিস্তান। যা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে সর্বনিম্ন ৫৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া আফগানিস্তানের ক্রিকেটে ইতিহাসে টি-টোয়েন্টিতে এটি সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

৯ উইকেটের জয়
৫৭ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে কেবল ১ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৯ উইকেটের এই জয় উইকেটের হিসেবে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ২য় সর্বোচ্চ জয়। ১০ উইকেটের জয় তারা পেয়েছিল ২০১২ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে।

ফারুকীর ১৭ উইকেট
এক টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি এখন আফগানিস্তানের ফজল হক ফারুকী। ১৭ উইকেট নিয়ে সবার ওপরে আছেন তিনি। ২০২১ আসরে শ্রীলঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার ১৬ উইকেট শিকারের কীর্তিকে পেছনে ফেলেছেন ।

নরকিয়ার ১৩ শিকার
এবারের বিশ্বকাপে এনরিখ নরকিয়ার উইকেট সংখ্যা ১৩। একও বিশ্বকাপে প্রোটিয়া কোনো বোলারের সবচেয়ে বেশি উইকেট শিকারের ঘটনা এটিই। ২০১৪ আসরে ১২ উইকেট পেয়েছিলেন ইমরান তাহির। এ ছাড়া কাগিসো রাবাদাও এবারের আসরে পেয়েছেন ১২ উইকেট।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপই আমার শেষ: নেইমার
চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তান ম্যাচ বয়কটের আহ্বান ব্রিটিশ রাজনীতিবিদদের
বাংলাদেশকে দেখে ভয় পাবে অস্ট্রেলিয়া: সুমাইয়া
‘আফগানিস্তানে এনজিওতে নারীদের নিষিদ্ধ করা সম্পূর্ণ ভুল’