• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

এমন দুঃসময় আগে দেখেননি তাসকিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২৪, ১৪:৪২
তাসকিন
ছবি- সংগৃহীত

ব্যাটারদের হতাশাময় পারফরম্যান্সের কারণে বেশ কয়েকবারই তীরে এসে তরী ডুবিয়েছে বাংলাদেশ। অন্যদিকে দিনকে দিন অনন্য উচ্চতায় জায়গা করে নিচ্ছে বাংলাদেশের বোলিং লাইনআপ। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটারদের যেই পারফরমেন্স, তা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সহ-অধিনায়ক তাসকিন আহমেদও অকপটে বিষয়টি স্বীকার করলেন। তার দাবি, ব্যাটিংয়ে এত দীর্ঘ দুঃসময় আগে দেখেননি তিনি।

তাসকিনের ভাষ্যমতে, ‘বোলিং বিভাগ আগাগোড়াই গত কয়েক বছর ধরে ভালো উন্নতি করে এসেছে। সে ধারাবাহিকতা ধরে রেখেছে। সামনে আরও ভালো হবে। ভালোর তো শেষ নেই। আর ব্যাটিং বিপর্যয় যেটা, সত্যি বলতে বিশ্বকাপের প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রে যখন খেলা হয়েছে, তখন উইকেট ব্যাটসম্যানদের পক্ষে খুব কম ছিল। আপনারা যদি পরিসংখ্যান দেখেন, অন্যান্য দেশের বড় বড় ব্যাটাররাও সেখানে ভুগেছে।’

বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছেন সাকিব-শান্তরা। শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন তারা। বিমান বন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাসকিন আহমেদ।

এ সময়ে তাসকিন আরও বলেন, ‘সেখানে বোলারদের একটু বাড়তি সুবিধা ছিল। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর আমরা কিছুটা ভালো উইকেটে খেলেছি। কিন্তু তা-ও আসলে… এত লম্বা… আমি বাংলাদেশ দলের হয়ে ক্রিকেট খেলার সময়, গত ১০ বছর ধরে খেলছি, কখনোই ব্যাটিংয়ে এত লম্বা ব্যাড প্যাচ দেখিনি। আশা করি, এটা খুব দ্রুত কেটে যাবে।’

এদিকে ব্যাটিং ইউনিটের ব্যর্থতার অন্যতম কারণ দুই সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের অফফর্ম। তাসকিনও জানালেন, তাদের অফফর্ম দলকে ভুগিয়েছে।

এই পেসারের ভাষ্যমতে, ‘দুজন সিনিয়রের ছন্দে না থাকা আমাদের দলে অবশ্যই প্রভাব পড়েছে। কিন্তু মাঠের বাইরে প্রভাব পড়েনি। কারণ মাঠের বাইরে তারা সবসময়ই ভালো টিমম্যান। এই যে ৪৭ দিন এক সঙ্গে ছিলাম, সবার আচরণ খুব ভালো ছিল, সবাই একসঙ্গে ছিলাম। অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল। আসলে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছন্দে না থাকলে ওই দলে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। আশা করছি দ্রুত সামনে এসব কাটিয়ে উঠে সামনে ভালো কিছু করব।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনের শুরুতেই দিপুর বিদায়, ৩ উইকেট নেই বাংলাদেশের
আয়ারল্যান্ডের সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন টাইগ্রেসরা
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার নিয়োগ
ভিয়েতনামে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু