ফাইনালের দায়িত্বে ভারতের ‘আনলাকি’ আম্পায়ার
আইসিসির ইভেন্টগুলোতে আম্পায়ারদের বাড়তি সুবিধা পেয়ে থাকে ভারত, অনেক দিন থেকেই এই অভিযোগ করে আসছে ক্রিকেট ভক্তরা। তবে আম্পায়ার নিয়েও চিন্তা করতে হয় ভারতকে। যদি সেই ম্যাচের দায়িত্বে থাকেন রিচার্ড কেটলবরো। কারণ, তার দায়িত্বে পরিচালিত হওয়া নক-আউটের ম্যাচগুলোতে কোনো সাফল্য নেই ভারতের।
শনিবার (২৯ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ভারত। বারবাডোজের কেনিংস্টন ওভালে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। যেখানে থার্ড আম্পায়ার হিসেবে থাকছেন ভারতের ‘আনলাকি’ আম্পায়ার রিচার্ড কেটলবরো।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শুরু, সেবার শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল হারে টিম ইন্ডিয়া। ওই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন কেটলবরো। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ভারত, যেখানে অস্ট্রেলিয়ার কাছে তাদের হারতে হয় ৯৫ রানে। ওই ম্যাচেও কেটলবরো অনফিল্ড আম্পায়ার ছিলেন।
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নেয় কোহলিরা। সেবারও কেটলবরো অন-ফিল্ড আম্পায়ার ছিলেন।
এরপর ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০২৩ সালে ফাইনালে হারে টিম ইন্ডিয়া। প্রত্যেকটি ম্যাচে কেটলবরো দায়িত্ব পালন করেছিলেন। তবে এর একটি ম্যাচেও জয় তুলতে পারেনি ভারত।
তাই অতীতের যখন এমন, তখন ভারতীয় সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়তেই পারে। তবে আগামীকাল কেটলবরো গেরো খুলতে পারে কিনা রোহিত-কোহলিরা সেটাই দেখার বিষয়।
মন্তব্য করুন