• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বলছে বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২৪, ১৮:২৭
শান্ত
ছবি- সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরপরই তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান সাকিব আল হাসান। এরপর নানান নাটকীয়তা শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে নাজমুল হোসেন শান্তকে সাকিবের স্থলাভিষিক্ত করা হয়। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও শান্তর নির্দেশনায় খেলেছে টাইগাররা। যেখানে যুতসই পারফর্ম করতে পারেননি টপ-অর্ডার এই ব্যাটার। একই সঙ্গে দলও নানান সমস্যায় ভুগেছে।

বিশ্বমঞ্চে ৭ ম্যাচে ব্যাট হাতে মোটে ১১২ রান করেন শান্ত। আর স্ট্রাইকরেট ৯২। এরপর স্বাভাবিকভাবেই তার নেতৃত্ব গুণাবলি নিয়ে প্রশ্ন তোলেন টাইগার ভক্তরা। এবার ভক্ত-সমর্থকদের প্রশ্নের জবাব দিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

শনিবার (২৯ জুন) গণমাধ্যমের মুখোমুখি হয়ে জালাল বলেন, ‘আমরা শান্তকে ম্যান্ডেট দিয়েছি এক বছরের জন্য। এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করিনি।’

তিনি যোগ করেন, ‘তাসকিন শুরু করেছে ভাইস ক্যাপ্টেন হিসেবে। আমার মনে হয়, সে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। কিন্তু এই মুহূর্তে অধিনায়ক পরিবর্তন হবে কি না, ভবিষ্যতেও হবে কি না, এ বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারব না। সবকিছু বোর্ডের সিদ্ধান্তে হয়। শান্তকে আমরা এই বছরের জন্য ম্যান্ডেট দিয়েছি। বাকিটা বোর্ডের ইচ্ছা।’

এদিকে বিশ্বমঞ্চে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি দলের সিনিয়র দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের নিয়ে জালালের মন্তব্য, ‘সাকিব-মাহমুদউল্লাহ কারো নাম নিয়ে বলছি না, যারা পারফর্ম করে সামনে আসবে, তারাই খেলবে। এখন যারা খেলছে, তারা সবাই পারফর্ম করেই এসেছে। যারা টি-টোয়েন্টি দলে গিয়েছে, প্রত্যেকেই সামর্থ্য দেখিয়েই টিমে ছিল। দলের মধ্যে পারফরম্যান্সকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিএল দেখতে সিলেটে যাচ্ছেন হেম্প
নিলামের আগে আইপিএলের দলগুলোকে যে বার্তা দিলো বিসিবি
৮ ক্রিকেটারসহ ৯ জন নিষিদ্ধ
‘বিশেষ সুযোগ’ দিয়ে তামিমকে ফেরানোর চেষ্টা