• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

মার্টিনেজের জোড়া গোলে আর্জেন্টিনার জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২৪, ১০:০৩
আর্জেন্টিনা
ছবি- সংগৃহীত

বেঞ্চের শক্তি পরীক্ষা করার ম্যাচে, টানা ৩ জয়ে গ্রুপসেরার গৌরব সঙ্গী আর্জেন্টিনার। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এ পদভারে বিদায়ী মালা পেরুর গলে।

চোটের কারণে মেসি খেলবেন না জানাই ছিল। আগেই কোয়ার্টার নিশ্চিত হয়ে যাওয়ায়, মূল একাদশের বেশিরভাগ খেলোয়াড়কেও বিশ্রাম দেন, ডাগ-আউটে থাকতে না পারা স্ক্যালোনি। তবে দেখা মেলে দাপুটে আর্জেন্টিনারই।

প্রথমার্ধে এককভাবে বল চাপালেও, পেরুর শারীরিক রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায়, জালের দেখা পায়নি আলবিসেলেস্তেরা। তবে বিরতির পরই ডি মারিয়ার থ্রু-বলে, লক্ষ্যভেদ করেন লওতারো মার্তিনেজ। এগিয়ে যায় আর্জেন্টিনা।

ম্যাচের ৭২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হবার কথা ছিল। কিন্তু হ্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টি, পোস্টে মারেন লিয়ান্দ্রো পারেদেস।

ম্যাচের ৮৬ মিনিটে নিজের জোড়া পূরণ করেন লওতারো মার্তিনেজ। বুদ্ধিদীপ্ত চিপে টুর্নামেন্টের চতুর্থ গোল আদায় করে, পেরুর ম্যাচে ফেরার ক্ষীণ আশাও শেষ করে দেন, ইন্টার মিলান তারকা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিষ খাওয়াতে হলে বন্ধু রূপেই আসতে হয়:  জয়া আহসান
আওয়ামী ফ্যাসিস্টদের বিচার জনগণই করবে: গোলাম পরওয়ার
বিশ্বকাপের টিকিট পেতে আর যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার
যেসব ‘অপরাধে’ নিষিদ্ধ হলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী