• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

অবসরের দিন গুনছেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২৪, ২১:৪২
ডি মারিয়া
ছবি-এএফপি

অবসরের ঘোষণা দিয়ে কোপা আমেরিকায় খেলতে নেমেছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার আনহেল ডি মারিয়া। তাই টুর্নামেন্ট যত শেষের দিকে এগোচ্ছে সময় ফুরিয়ে আসছে এই ফুটবলারের।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেরুকে হারিয়ে কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচে মেসির অবর্তমানে জাতীয় দলের অধিনায়ক হিসেবে খেলতে নেমেছিলেন ডি মারিয়া।

এদিন ম্যাচ শুরুর আগে নিজের কন্যাসন্তানকে নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। কিছুটা আবেগাপ্লুতও হয়ে পড়েছিলেন তখন। এই ম্যাচে তার ক্রস থেকেই লাওতারো মার্টিনেজ প্রথম গোলটি করেন। দলও জয় পায় ২-০ গোলের ব্যবধানে।

ম্যাচ শেষে নিজের সন্তানকে নিয়ে মাঠে নামার ব্যাপারে ডি মারিয়া বলেন, আমি খুব খুশি। আমি এটা অনেক দিন ধরেই চাচ্ছিলাম। আজকে আমি আমার এক কন্যাকে নিয়ে নামতে পেরেছি। অনেক ভালো লাগছে।

এ ছাড়া অবসর নিয়ে এই তারকা ফুটবলার বলেন, আমি অনেক ভুগেছি। আমি জানি অনেক কম সময় বাকি আছে আমার। আশা করি বিধাতা আমাকে আর একবার শেষ হাসি হাসাবেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির শিক্ষার অভাব আছে বললেন মেক্সিকান ফুটবলার
ক্ষুদ্র ঋণ চালু করতে বাংলাদেশের সহযোগিতা কামনা আর্জেন্টিনার 
ব্যালন ডি’অর জয়ী ফুটবল কিংবদন্তি ডেনিস ল আর নেই
নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় বরখাস্ত ফেডারেশন সভাপতি