• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

হ্যাটট্রিক জয়ে শেষ আটে অপ্রতিরোধ্য উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ জুলাই ২০২৪, ১২:০৭
উরুগুয়ে
ছবি- সংগৃহীত

টানা দুই জয়ে আগেই কোপা আমেরিকার ৪৮তম আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করছিল উরুগুয়ে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে হারলেও গোলের ব্যবধানে শেষ আটে উঠে যেত তারা। এবার যুক্তরাষ্ট্রকে মরণ কামড় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল তারা।

মঙ্গলবার (২ জুলাই) কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়েছে মার্সেলো বিয়েলসার শিষ্যরা।

ডু অর ডাই ম্যাচে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে স্বাগতিক দল। তবে কোনো বিপদ হতে না দিয়ে উল্টো যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের বেশ কয়েকটি পরীক্ষা নেয় উরুগুয়ে। প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও গোলের দেখা পায়নি কোনো দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় দারুণ ছন্দে থাকা উরুগুয়ে। ম্যাচের ৬৬তম মিনিটে লা সেলেস্তেদের একমাত্র গোলটি এনে দেন ডিফেন্ডার মাতিয়াস অলিভেরা। গোল হজমের পর আরও দিশেহারা হয়ে উঠে স্বাগতিক দল। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত অলিভেরার সেই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়েন সুয়ারেজ-ন্যান্ডেজরা।

এই জয়ের পর ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে পা রাখল উরুগুয়ে। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে টপকে উরুগুয়ের সঙ্গী হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পানামা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাট সুগার মিলসে আখ মাড়াই শুরু
প্রিমিয়ার লিগে মোহামেডানের টানা চতুর্থ জয় 
বসুন্ধরা কিংসের বিপক্ষে আবাহনীর প্রথম জয়
জয়পুরে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুনে নিহত ৫