• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

কঠিন প্রতিপক্ষ পেল জার্মানি ও পর্তুগাল, দেখে নিন ইউরোর শেষ আটের সূচি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ জুলাই ২০২৪, ১৪:৪৩
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
ছবি-এএফপি

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চলতি আসরে চমক দেখিয়েছে ছোট দলগুলো। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করেছে স্লোভাকিয়া এবং স্লোভেনিয়ার মতো দলগুলো। তবে সব বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে আটটি শক্তিশালী দল।

সবশেষ অস্ট্রিয়াকে হারিয়ে শেষ দল হিসেবে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে তুরস্ক। চূড়ান্ত হয়ে গেছে শেষ আটের লাইনআপ। শেষ আটের টিকিট পাওয়া দলগুলো হয় হলো সুইজারল্যান্ড, জার্মানি, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস ও তুরস্ক।

কোয়ার্টার ফাইনালের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ধরা হচ্ছে জার্মানি-স্পেন লড়াইকে। আগামী শুক্রবার মুখোমুখি হবে টুর্নামেন্টের ফেভারিট দুই দল। স্টুটগার্টে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

এদিন আরেক ম্যাচে মাঠে নামবে পর্তুগাল ও ফ্রান্স। ২০১৬ সালে ফরাসিদের হারিয়ে শিরোপা জিতেছিল রোনালদোর পর্তুগাল। এবার সেই হারের প্রতিশোধ নিতে চায় এমবাপ্পে দল। হামবুর্গে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

পরদিন শনিবার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গতবারের রানার্সআপ ইংল্যান্ড। ডুসেলডর্ফ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।

একই দিনে শেষ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ তুরস্ক। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

এক নজরে কোয়ার্টার ফাইনালের সূচি:

ম্যাচ নং প্রতিপক্ষ সময় ভেন্যু তারিখ
১ম স্পেন-জার্মানি রাত ১০টা স্টুটগার্ট (৫ জুলাই)
২য় পর্তুগাল-ফ্রান্স রাত ১টা হামবুর্গ (৫ জুলাই)
৩য় ইংল্যান্ড-সুইজারল্যান্ড রাত ১০টা ডুসেলডর্ফ (৬ জুলাই)
৪র্থ নেদারল্যান্ডস-তুরস্ক রাত ১টা বার্লিন (৬ জুলাই)

মন্তব্য করুন

  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতে বল লাগলেও যে নিয়মে পেনাল্টি পায়নি জার্মানি
ইউরোর শেষ আটের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ইউরো থেকে রোনালদোর বিদায়, সেমিফাইনালে ফ্রান্স 
শেষ মুহূর্তের নাটকীয়তায় জার্মানিকে কাঁদিয়ে সেমিতে স্পেন