• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

বিশ্বকাপ ব্যর্থতার শাস্তি পেলেন তিন পাকিস্তানি ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ জুলাই ২০২৪, ১৯:৩৫
বাবর-রিজওয়ান-শাহিন
ছবি- পিসিবি

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ হয়েছে পাকিস্তান। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে গতবারের রানার্সআপরা। এবারের বিশ্বকাপে পিসিবির সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল তিন ক্রিকেটারের কাছে। ব্যাটিংয়ে বাবর-রিজওয়ান এবং বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি।

তবে পিসিবির প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন এই তিন ক্রিকেটার। তার শাস্তিই হয়তো পাচ্ছেন বাবর-রিজওয়ানরা। এই তিন ক্রিকেটারকে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের ছাড়পত্র দেয়নি পিসিবি।

চলতি জুলাইয়ে শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও কানাডার টি-টোয়েন্টি লিগ খেলবেন পাকিস্তানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এরই মধ্যে বিভিন্ন লিগে ১২ জন খেলোয়াড়কে ছাড়পত্র দিয়েছে পিসিবি।

তবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে ছাড়পত্র (এনওসি) মেলেনি বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও রিজওয়ানের। কানাডার ফ্র্যাঞ্চাইজি দল ভ্যাঙ্কুভার নাইটসের হয়ে একই দলে জুটি বাধার কথা ছিল বাবর-রিজওয়ানের।

অন্যদিকে, টরেন্টো ন্যাশনালস দলের স্কোয়াডে ছিলেন পেসার শাহিন শাহ আফ্রিদি। আগামী কয়েক মাসে পাকিস্তানের কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকা সত্ত্বেও ছাড়পত্রের জন্য এমন পরিস্থিতির মুখে পড়লেন এই তিন ক্রিকেটার। তাই বলার অপেক্ষা রাখে না, বিশ্বকাপ ব্যর্থতার কারণেই তাদের বিরুদ্ধে কঠোর হয়েছে পিসিবি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৃতির জন্য দরদ দিয়ে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
২০২৬ বিশ্বকাপই আমার শেষ: নেইমার
শাহিন আফ্রিদিকে পাঁচ ম্যাচের বেশি খেলানোর চেষ্টা করছেন তামিম
বাংলাদেশকে দেখে ভয় পাবে অস্ট্রেলিয়া: সুমাইয়া