• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

মেজর লিগে অভিষেক রাঙাতে পারেননি সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ জুলাই ২০২৪, ১৩:০০
সাকিব আল হাসান
ছবি- সংগৃহীত

বিশ্বকাপ ব্যর্থতা ভুলে ফ্র্যাঞ্চাইজি লিগ মাতাতে যুক্তরাষ্ট্রে রয়েছেন টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলছেন তিনি। তবে নাইট রাইডার্সে ফেরাটা রাঙাতে পারেননি এই টাইগার অলরাউন্ডার।

শনিবার (৬ জুলাই) সকালে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে ব্যাট করে টেক্সাস সুপার কিংসকে ১৬৩ রানের লক্ষ্য দেয় লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ১৫০ রান তুলতে পারে টেক্সাস। এতে ১২ রানের জয় পায় সাকিবের দল।

দল জিতলেও ম্যাচে খুব বেশি ইমপ্যাক্ট ফেলতে পারেননি সাকিব। দলের হয়ে ব্যাট হাতে ১৩ বলে ১৮ রান করে আউট হওয়ার পর বোলিংয়ে তাকে দিয়ে পুরো ৪ ওভার করাননি দলের অধিনায়ক সুনিল নারিন। অ্যারন হার্ডির উইকেট পেলেও ৩ ওভারে সাকিব খরচ করেন ৩২ রান।

লস অ্যাঞ্জেলসের হয়ে ব্যাটিংয়ে ৪৫ বলে ৬৮ রানের ইনিংস খেলেন উন্মুক্ত চাঁদ। বোলিংয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন আলি খান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হলিউডে দিশা পাটানির অভিষেক
সাকিবের পর লিজেন্ড লিগে দল পেলেন তামিম
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বিমর্ষ বসেছিলেন বাইডেন-কমলা
আমেরিকার স্বর্ণযুগ শুরু হলো: অভিষেক ভাষণে ট্রাম্প