• ঢাকা রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
logo

ইউরো থেকে বিদায়ের পর যে বার্তা রোনালদোর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২৪, ১২:০৪
রোনালদো
ছবি- সংগৃহীত

চলতি আসরের পর ইউরোর ইতি টানবেন ক্রিস্টিয়ানো রোনালদো, এটা আগেই জানা গিয়েছিল। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গে টাইব্রেকারে হেরে বিদায় ঘণ্টা বাজে পর্তুগালের। তবে ইউরোর এবারের আসরে নিষ্প্রভ ছিলেন ‘সিআর সেভেন’। ৫ ম্যাচ খেলেও কোনো গোলের দেখা পাননি পর্তুগিজ মহাতারকা।

আর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পরই নানান কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার। নিজের পারফরম্যান্সের পাশাপাশি সম্ভাব্য অবসর নিয়েও তাকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। তবে রোনালদোর সঙ্গে অবসর নিয়ে এখনও কোনো কথাই হয়নি বলে জানিয়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ।

এদিকে নানান আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন রোনালদো। সেই বার্তায় নিজের অবসর নিয়ে কিছুই আলোকপাত করেননি রোনালদো। তবে ইউরো থেকে এমন বিদায়ে হতাশ তিনি।

রোনালদো লিখেছেন, ‘আমরা আরও বেশি চেয়েছিলাম। আমাদের আরও বেশি প্রাপ্য ছিল। আমাদের নিজেদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য, পর্তুগালের জন্য।’

রোনালদোর আরও বলেছেন, ‘তোমরা আমাদের যা কিছু দিয়েছ এবং আমরা যা অর্জন করেছি, সবকিছুর জন্য কৃতজ্ঞ।’

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ আছে যে ১০ দেশে
‘তুফান-২’ নিয়ে যে বার্তা দিলেন শাকিব খান
গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বিশেষ সতর্কবার্তা
আবহাওয়া বার্তায় সুখবর