• ঢাকা রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
logo

ব্যর্থতার কারণ জানালেন ব্রাজিলের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২৪, ১৫:০০
ব্রাজিল
ছবি- সংগৃহীত

সবশেষ ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। এবার কোপা আমেরিকায়ও একই পরিণতি। উরুগুয়ের কাছে হেরে শেষ আট থেকেই বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে সেলেসাওদের এমন ব্যর্থতা মেনে নিতে পারছেন না ভক্ত-সমর্থকরা। টাইব্রেকারে স্বপ্ন খোয়ানোর আগে বেশ কিছু সুযোগ পেয়েছিল ব্রাজিল। ফরোয়ার্ডদের ব্যর্থতায় সেসব লুফে নিতে পারেনি ৯ বারের কোপা চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত টাইব্রেকার ভাগ্যে উল্লাস করে উরুগুয়ে।

এমন হারের পর ব্রাজিল অধিনায়ক দানিলোর ভাষ্য, ‘প্রতিপক্ষ দলে একজন খেলোয়াড় কম থাকার সুবিধা আমরা নিতে পারিনি। আমাদের আরও সক্রিয় হওয়া উচিত ছিল, দুটি সুযোগের ক্ষেত্রে। আমাদের যা কিছু ছিল, সব নিয়েই লড়াই করেছি। ভালো পারফর্ম করছি। তারপর পেনাল্টি। পেনাল্টিতেও প্রায় সবই ঠিকঠাক ছিল। কিন্তু উরুগুয়ে তরুণ হলেও তারা তাদের দক্ষতা দেখিয়েছে।’

শিরোপা স্বপ্ন ধূলিসাৎ হলেও সমর্থকদের আশাহত না হওয়ার আহ্বান জানিয়েছেন দানিলো। তার মন্তব্য, ‘এই তরুণরা কী করতে পারে, সেটি দেখিয়েছে। আমি এখন ধৈর্য আশা করি, এটাও জানি ব্রাজিল দীর্ঘদিন কিছু জিততে পারেনি। কিন্তু এই দলটার ওপর আস্থা রাখতে হবে। আমি নিজের কথা বলছি না। কারণ, আমি কতদিন খেলব নিজেও জানি না। এটাও জানি না যে (জাতীয় দলে) আর সুযোগ পাব কি না।’

ব্রাজিল অধিনায়ক যোগ করেন, ‘এই দলের সঙ্গে খেলতে পারা আমার জন্য অনেক সম্মানের। ওরা কঠোর পরিশ্রম করে, খুবই পেশাদার এবং সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। এখানে অনেক চাপ আছে, কিন্তু সেটি ধৈর্য নিয়ে মোকাবিলা করা প্রয়োজন। কারণ এসব তরুণ– এন্ড্রিক, স্যাভিও তাদের যে যোগ্যতা আছে, সেটি কাজে লাগাতে এখন সমর্থন প্রয়োজন।’

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইনাল ম্যাচে রোববার ব্রাজিলের মুখোমুখি আর্জেন্টিনা
শেষ মুহূর্তের গোলে ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ব্রাজিল
নাটকীয় জয়ে ১২ বছর পর ফাইনালে ব্রাজিল
আবারও অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা বাবর আজমের