• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

উরুগুয়ের কাছে হেরে যা বললেন এন্ড্রিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২৪, ১৫:০৮
ব্রাজিল
ছবি- সংগৃহীত

উত্তেজনাপূর্ণ লড়াইয়ে উরুগুয়ের কাছে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিশ্চিত হয়েছে ব্রাজিলের। কোনো দলই মাঠের খেলায় সুবিধা করতে পারেনি। দুই দলই শারীরিক শক্তি প্রদর্শন করেছে। শেষ পর্যন্ত টাইব্রেকার ভাগ্যে জয় নিয়ে সেমিফাইনালে উঠে গেছে উরুগুয়ে। আর শেষ আট থেকেই বিদায় নিয়েছে সেলেসাওরা।

এমন হারের পর রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা এন্ড্রিকের মন্তব্য, ‘আমরা ব্রাজিলকে শীর্ষে ওঠাতে চাই। এর জন্য আমরা কাজ করে যাবো এবং বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি গ্রহণ করব।’

সেন্টার এই ফরোয়ার্ড যোগ করেন, ‘আমরা জানি এখন আমাদের জন্য কঠিন সময়। কিন্তু তারপরও আমরা সব ব্রাজিলিয়ানের সমর্থন আশা করছি।’

উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে ব্রাজিলের টানা দ্বিতীয় বিদায় এটি। ২০২২ সালে কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেভিয়াকে হারিয়ে বার্সাকে টপকে দুইয়ে রিয়াল
সান হলিডেজ লিমিটেডের নৌ-বিহার অনুষ্ঠিত
আল্টিমেটাম দিয়ে শাহবাগের সড়ক ছাড়লেন চিকিৎসকরা
খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো, প্রতিপক্ষ রংপুর