• ঢাকা রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
logo

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অধিনায়কের নাম ঘোষণা ভারতের 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২৪, ২২:৫৯
ভারত
ছবি-এএফপি

রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এরপরই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতীয় অধিনায়ক। তবে বাকি দুই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি।

এদিকে ভারতের পরের মিশন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবার কথা রয়েছে এই টুর্নামেন্টের। তাই প্রশ্ন ‍উঠেছে এই টুর্নামেন্টে ভারতকে কেন্দ্র নেতৃত্ব কে দিবেন।

তবে রোববার (৭ জুলাই) এক বিবৃতিতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে কে নেতৃত্ব দিবে তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ।

তিনি বলেন, রোহিতের নেতৃত্বই চ্যাম্পিয়নস ট্রফি ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলতে চায় ভারত।

সবশেষ ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছিল ভারত। ইতোমধ্যে সেই শিরোপা জয়ের ১১ বছর চলে গেছে। আগামী বছর যখন শিরোপা রেসে নামবে তখন ভারতের শিরোপা জয়ের একযুগ পূর্তি হবে। তাই এই টুর্নামেন্ট জিতে দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে চায় তারা।

অন্যদিকে গুঞ্জন রয়েছে পাকিস্তানে গিয়ে এই টুর্নামেন্ট খেলতে চায় না ভারত। তাই আইসিসির কাছে হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে বিসিসিআই। তবে এশিয়া কাপে ছাড় দিলেও, চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেরাই আয়োজন করতে চায় পাকিস্তান।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের বিপক্ষে লড়াকু পুঁজি পাকিস্তানের
ভারত ভিসা কমিয়ে দেওয়ায় সংকটে ইউরোপগামী বাংলাদেশি শিক্ষার্থীরা
বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-ভারত ম্যাচের জন্য ২৫০০ পুলিশ মোতায়েন গোয়ালিয়রে