• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

সেমিফাইনালে মেসি খেলবেন কি না, জানালেন স্ক্যালোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ জুলাই ২০২৪, ১৪:১৯
মেসি
ছবি- সংগৃহীত

কোপা আমেরিকার ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডার বিপক্ষে লিওনেল মেসি খেলবেন কি না, তা নিয়ে শঙ্কা জেগেছে। কোয়ার্টারে ইকুয়েডরের বিপক্ষে খেললেও পুরোপুরি ফিট ছিলেন না বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। অস্বস্তি নিয়ে খেললেও তেমন ছন্দেও ছিলেন না লিও। তাই সেমির আগে বড় প্রশ্ন মেসির ইনজুরি শঙ্কা। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির দাবি, ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামতে আছেন তৈরি এলএমটেন।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ বলেন, ‘লিও (মেসি) ভালো আছে। সে ভালোভাবে (অনুশীলন) শেষ করেছে। তো আগামীকালের ম্যাচে সে থাকবে। আমরা শান্ত আছি। সে ভালো পর্যায়ে। আমাদের জন্য জরুরি সে।’

এদিকে ফাইনালে ওঠার মিশনে ডি মারিয়াকেও মেসির সঙ্গে দেখা যেতে পারে। পূর্ণ ফিট না থাকায় কোয়ার্টার ফাইনালে পুরো ম্যাচ বেঞ্চে বসে কাটিয়েছেন এই ফরোয়ার্ড।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কানাডার বিপক্ষে সেমিফাইনালে ফিরছেন এই তারকা। শেষ চারে ৪-৩-৩ ছকে তাকে খেলাতে পারেন লিওনেল স্কালোনি।

আসরের প্রথম সেমিতে কানাডার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেইমারের মায়ামিতে খেলা নিয়ে যা বললেন কোচ মাসচেরানো
এভারেস্টের চূড়ায় মেসি, ছবিটি নিয়ে যা জানা গেল
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন মেসি
নতুন বছরে যে পাঁচটি চ্যালেঞ্জ মেসির সামনে